বিধান সরকার : শ্রীরামপুরের এক বিজেপির মণ্ডল সভাপতির অস্বাভাবিক মৃত্যুতে নতুন এক তথ্য উঠে আসছে। সাংসারিক অশান্তির জেরেই আত্মহত্যার ঘটনা হলেও পেছনে রয়েছে আসল কারণ। জানা যাচ্ছে শ্রীরামপুরে বিজেপির মণ্ডল সভাপতির সঙ্গে এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তার জেরেই আত্মঘাতী হন ওই বিজেপি নেতা, এমনটাই অনুমান করা হচ্ছে।
শ্রীরামপুরের ২০ নম্বর ওয়ার্ডে দীনবন্ধু চ্যাটার্জি লেনের বাসিন্দা ছিলেন মনোজ। তাঁর স্ত্রী উত্তরপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমের কর্মী। সোমবার তাঁর নাইট ডিউটি ছিল। ফলে তিনি বাড়ি ছিলেন না। তাদের একমাত্র ছেলে এগারো ক্লাসের ছাত্র। প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে ছিল সে। মনোজের মা তার বোনের বাড়ি যাওয়ার বাড়ি ছিল ফাঁকা। মঙ্গলবার সকালে নার্সিংহোম থেকে ফিরে বিজেপি নেতার স্ত্রী ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামীকে।
মনোজের স্ত্রী বন্দনা চক্রবর্তী জানান, শ্রীরামপুরের এক মহিলার সঙ্গে তার স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। অনেক তথ্য প্রমান তার কাছে রয়েছে, ছবি রয়েছে। এই কারণে তাদের ছেলেকে মনোজ মারধর করত। মনোজকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বললেও শোনেনি।
তাদের প্রতিবেশী বনশ্রী হাজরা বলেন, আমার বাড়িতে ওদের ছেলেকে রেখে যেত। গতকাল রাতেও আমার কাছেই ছিল। বন্দনা আর মনোজের মধ্যে অশান্তি হত এক মহিলাকে নিয়ে। গত পরশু খুব অশান্তি হয়। বাসনের শব্দ পেয়েছি।
বিজেপি নেতার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।ঘটনার তদন্তে তার বাড়িতেও যায় পুলিশ আধিকারিকরা।