অর্ণবাংশু নিয়োগী: পুজোর আগেই টাকা ফেরত পাবেন প্রতারিতদের ! মালদহে দুই চিটফাণ্ড সংস্থার জমি নিলামে তুলছে হাইকোর্টের গড়া কমিটি। কবে? আগামীকাল, বুধবার। আমানতকারীদের আইনজীবী অরিন্দম দাস বলেন, 'সমস্যা সমাধানের জন্য অনেক পদক্ষেপ করেছে কমিটি। আমানতকারীদের টাকা ফেরত দেবার জন্য এটাই একটা পদ্ধতি। আমরা চাই এই পদ্ধতি সঠিকভাবে মিটে যাক। যাঁরা সম্পত্তি কিনবে তাঁরা তো সঠিকভাবে কিনতে পারেন'।
চিটফান্ড কাণ্ডে একসময় উত্তাল হয়ে ওঠেছিল রাজ্য। সারদা, রোজভ্যালির মতো সংস্থায় টাকা রেখে সর্বস্বান্ত হন বহু মানুষ। কীভাবে টাকা ফেরত? ২০১৫ সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের নির্দেশে গঠিত হয় একটি উচ্চ পর্যায়ের কমিটি। সেই কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার। পরে তিনি সরে দাঁড়ালে, চেয়ারম্যান হন হাইকোর্টের আর প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার। সিদ্ধান্ত হয়েছিল, চিটফান্ড সংস্থাগুলির সম্পত্তি নিলাম করে প্রতারিতদের টাকা ফেরত দেওয়া হবে।
হাইকোর্টের গড়া সেই কমিটিই 'আনেক্স গ্রুপ অফ কোম্পানিজ' ও 'ওয়ারিশ গ্রুপ অফ কোম্পানিজ' নামে দুটি চিটফাণ্ড সংস্থার জমি নিলামে তোলার উদ্যোগ নেয়। চলতি বছরের ৫ অগস্ট বিজ্ঞপ্তিও জারি করে দেয় সেবি। কিন্তু পরিদর্শনে গিয়ে দেখা যায়, মালদহের ইংরেজবাজারে দুটি জমি দখল হয়ে গিয়েছে। দখলমুক্ত করে জমি কি নিলাম তোলা আদৌও সম্ভব? হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিচারপতি সুব্রত তালুকদারের কমিটির উপর ভরসা রাখছেন প্রতারিতদের আইনজীবী অরিন্দম দাস।