• সন্তানদের ফেলে প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ বাংলাদেশি তরুণীর! তারপর…
    প্রতিদিন | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • রাজা দাস, বালুরঘাট: প্রেমিকের সঙ্গে সংসার পাততে সন্তানদের ফেলে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন বাংলাদেশি তরুণী। কিন্তু ঘর বাঁধার স্বপ্ন বাস্তবায়িত হল না। তার আগেই হিলি সীমান্ত থেকে বিএসএফের জালে তরুণী।

    জানা গিয়েছে, ওই তরুণীর নাম রেজিনা খাতুন। স্বামীর মৃত্যুর পর সন্তানদের বাড়িতে রেখে সৌদি আরবের একটি হাসপাতালে হাউস কিপিংয়ের কাজে যান তিনি। সেখানেই মাস কয়েক আগে তাঁর সঙ্গে আলাপ হয় মুর্শিদাবাদ জেলার এক যুবকের। ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তাঁরা। কিছুদিন আগে বাংলাদেশ ফেরেন তরুণী। প্রেমিক যুবকও বাড়ি, অর্থাৎ মুর্শিদাবাদ ফিরে আসে। এরপরই প্রেমিকের কাছে আসার সিদ্ধান্ত নেন রেজিনা। অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন তিনি। সেখানেই বিএসএফের হাতে ধরা পড়েন।

    সোমবার বিএসএফের তরফে রেজিনাকে হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আইনি প্রক্রিয়ার শেষে মঙ্গলবার ধৃতকে বালুরঘাট আদালতে তোলা হয়েছে। সেখানেই বিচারক ধৃতকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এবিষয়ে ডিএসপি সদর বিক্রম প্রসাদ জানান, “জেরায় ওই মহিলা জানিয়েছেন তিনি এর আগেও মুর্শিদাবাদে ওই যুবকের সঙ্গে ছিলেন। এবার স্থায়ীভাবে থাকতেই ভারতে প্রবেশ করেছেন। মহিলাকে জেরা করে বিস্তারিত তথ্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে।” এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাট আদালতের সহকারী সরকারি আইনজীবী শিবাজি সিংহরায় বলেন, “পুলিশের তরফে ধৃতকে ৬ দিন হেফাজতের আবেদন করা হয়েছিল। বিচারক তা মঞ্জুর করেন এবং ৬ দিনেরই পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।”
  • Link to this news (প্রতিদিন)