‘রবীন্দ্রনাথের গানে স্বরলিপির বাইরে বেরোনোকে সমর্থন করি না’, বৌদ্ধায়নের মন্তব্যে কী জানালেন দেবজ্যোতি
আনন্দবাজার | ০৯ সেপ্টেম্বর ২০২৫
রবীন্দ্রসঙ্গীত যেন ‘রুদ্ধসঙ্গীত’ না হয়ে ওঠে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়ার সময়ে স্বরলিপির বাইরে গিয়ে কিছু করা যায় না। মনে করেন পরিচালক বৌদ্ধায়ন মুখোপাধ্যায়।
সম্প্রতি নিজের একটি কাজে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করেছেন বৌদ্ধায়ন। ‘সখী ভাবনা কাহারে বলে’ গানটির সঙ্গীতায়োজন করেছেন দেবজ্যোতি মিশ্র। গানটি গেয়েছেন মেখলা দাশগুপ্ত ও চিরন্তন বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীতের বিশুদ্ধতা বজায় থাকল কি না গানে, তা নিয়ে প্রায়ই আলোচনা হয়। বৌদ্ধায়ন বলেন, “আমি ভীষণ ভাবে বিশুদ্ধতায় বিশ্বাসী। গানের স্বরলিপি যাতে অক্ষত থাকে সেই দিকে আমি সতর্ক থাকি। যার ফলে মেখলা প্রথমে গানটি করেন। পরে দেখা যায়, একটি স্বর তিনি অন্য ভাবে গেয়েছেন। সেটা অন্তিম রেকর্ডিং-এর সময়ে আবার ঠিক করা হয়। ভুল স্বরে রবীন্দ্রসঙ্গীত গাওয়া আমি একেবারেই পছন্দ করি না। তাই স্বরবিতান অনুসরণ করে শেষের রেকর্ডিংটা করা হয়।”
রবীন্দ্রনাথের নিজস্ব একটা চৌহদ্দি রয়েছে, যা পরীক্ষানিরীক্ষা করার, তার মধ্যেই করা উচিত। মনে করেন বৌদ্ধায়ন। বিদেশি যন্ত্রানুষঙ্গের মেলবন্ধন ঘটানো যেতে পারে। কিন্তু কখনওই নির্দিষ্ট স্বরলিপির বাইরে গিয়ে নয়। বৌদ্ধায়ন জানান, তাঁর এই বিশেষ কাজটিতে আগে অভিনেতাদের নির্বাচন হয়। তার পর সেই অনুযায়ী মানানসই কণ্ঠ খুঁজে বার করা হয়। দুই অভিনেতা ও অভিনেত্রীকে দেখেই নাকি এই রবীন্দ্রসঙ্গীতের জন্য মেখলা ও চিরন্তনের কথা ভাবেন দেবজ্যোতি ও বৌদ্ধায়ন। কিন্তু রবীন্দ্রসঙ্গীতে কেন তথাকথিত রবীন্দ্রসঙ্গীতশিল্পী নয়?
বৌদ্ধায়ন বলেন, “আমাকে দেবুদা মেখলা ও চিরন্তনের গান শোনান। আমার মনে হয় চরিত্রদের সঙ্গে একেবারে মানানসই ওঁদের কণ্ঠ। চিরাচরিত রবীন্দ্রসঙ্গীত শিল্পীর থেকেও যে শিল্পী গানের মাধ্যমে অভিনয়টা ভাল করে করতে পারবেন, আমরা তাঁদের বেছে নিয়েছি।” তা হলে কি চিরাচরিত রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা গানের মাধ্যমে অভিনয় করতে পারেন না? প্রশ্নের উত্তরে সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র বলেন, “বৌদ্ধায়ন আমাকে অভিনেতাদের ছবি দেখিয়েছিলেন। মেখলা ও চিরন্তন দু’জনেই পেশাদার জীবন আমার সঙ্গে শুরু করেছে। আমাদের প্রথম থেকেই লক্ষ্য ছিল স্বরলিপি বজায় রেখেই গানের ভাব ও অভিনয় ফুটিয়ে তোলা। সেই বিশ্বাসযোগ্যতার প্রয়োজন। যাঁরা শুধু রবীন্দ্রনাথের গান করেন, তাঁরা নিঃসন্দেহে অসাধারণ গান। কিন্তু আমার দেখার জায়গা হচ্ছে, আমি কাকে নিয়ে কাজ করে উতরে যেতে পারব। বিজ্ঞাপনের কাজে সেটা আরও বেশি করে জরুরি। যেখানে স্বরলিপি ঠিক থাকবে। পাশাপাশি চরিত্রটির অভিনয়ও প্রকাশিত হবে গানের মাধ্যমে।”
দেবজ্যোতি জানান, বৌদ্ধায়নের সঙ্গে একটি বিতর্কিত বিজ্ঞাপনেও কাজ করেছেন। সঙ্গীত পরিচালকের কথায়, “বিতর্কিত কাজও করেছি। কিন্তু এই কাজটির ক্ষেত্রে দেখেছি, ও কী ভাবে স্বরলিপি মেনে গাওয়া রবীন্দ্রসঙ্গীতকে সমর্থন করে। এর জন্য ওর প্রতি শ্রদ্ধা বেড়েছে।