বিশেষ সংবাদদাতা, ইম্ফল: জাতি হিংসা বিধ্বস্ত মণিপুরে ফের অশান্তি। এবার উখরুল জেলার মোলনম গ্রামে জঙ্গি উপদ্রব। সেখানে সিনাকেইথেই থেকে ইম্ফলগামী একটি বাস থামিয়ে যাত্রীদের ভয় দেখানো হয় বলে অভিযোগ। সোমবার সকালের এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক প্রত্যক্ষদর্শী জানান, এদিন কুকি জঙ্গিরা ওই বাস আটকে যাত্রীদের মোবাইল কেড়ে নেয়। সেখানকার জঙ্গি শিবিরের কোনও ছবি বা ভিডিও তোলা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হয়। যাত্রীদের ভয় দেখাতে জঙ্গিরা শূন্যে গুলি ছোঁড়ে বলে বলেও ওই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
এই ঘটনায় ফের রাষ্ট্রপতি শাসনাধীন মণিপুরের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। উখরুলের বাসিন্দা জোখান খাউল বলেন, কেন্দ্র যতই অবাধ চলাচলের কথা বলুক না কেন, রাজ্যে যাত্রী নিরাপত্তা বলে কিছুই নেই। এদিকে, সাগোলমাং এরিয়া নাগা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (সানসা) এই ঘটনার তীব্র নিন্দা করেছে।