নারেগার বকেয়া না পেলে পুজোর পর দিল্লিতে আন্দোলন: অভিষেক
বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্তা থেকে নারেগার বকেয়া— প্রতিবাদে গর্জে উঠবে তৃণমূল। বিধানসভা ভোটের আগে বিজেপিকে ‘বাংলা বিরোধী’ তকমায় তিরবিদ্ধ করাই তৃণমূলের লক্ষ্য। তাই এই দুই ইস্যুতে মঙ্গলবার দিল্লিতে সরব হলেন দলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক জানিয়ে দেন, টাকা না দিলে পুজোর পর প্রয়োজনে দিল্লিতে ফের আন্দোলন হবে।
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে এদিন দিল্লি এসেছেন তিনি। তৃণমূলের সব সাংসদের ভোট নিশ্চিত হয়েছে কি না জানতে সংবিধান সদনে দলীয় অফিসঘরে (২০বি) বসেছিলেন। সবাই ভোট দেওয়ার পরেই তিনি ভোটদান করেছেন। তৃণমূলের ৪১ সাংসদই ভোট দিয়েছেন। অভিষেক বলেন, বিজেপি যে বাংলা বিরোধী তা বারবার প্রমাণ হচ্ছে। তা নাহলে কেউ নারেগার টাকা এবং কাজ আটকাতে সুপ্রিম কোর্টে যায়? শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করার সময়ও চাওয়া হয়েছে। কিন্তু মন্ত্রী সময় দিচ্ছেন না। আসলে বকেয়া মেটাবেন না বলেই এড়িয়ে যাচ্ছেন। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের ওপর অত্যাচারের নতুন করে কোনও অভিযোগ পেলেই দল সরব হলেও জানান তিনি। এদিকে, বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্তার অভিযোগ নিয়ে আজ বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যাচ্ছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীররঞ্জন চৌধুরী।