হিন্দু গ্রামে ১০০ মুসলিম ভোটার! , বিহারের খসড়া ভোটার তালিকায় ফের গরমিল
বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
পাটনা: কারও বেড়েছে বয়স , কারও বদলেছে নাম, কারও ঠিকানায় গরমিল! বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে (এসআইআর) খসড়া ভোটার তালিকা ঘিরে এমনই ভুরিভুরি অভিযোগ সামনে এসেছে। এরইমধ্যে খসড়া তালিকা দেখে চোখ কপালে উঠেছে মোহনপুর গ্রামের বাসিন্দাদের। মজফ্ফরপুরের এই গ্রামের বাসিন্দাদের ১০০ শতাংশই হিন্দু। অথচ খসড়া তালিকায় দেখা যাচ্ছে, গ্রামে অন্তত ১০০ জন মুসলিম ভোটার। এমনই অভিযোগ ঘিরে গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে।
বিহারে নির্বাচনের আগে এসআইআর নিয়ে বিস্তর বিতর্ক চলেছে। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। এরইমধ্যে খসড়া তালিকায় নানান ভুলত্রুটির অভিযোগ বিতর্কও আরও বাড়িয়ে দিয়েছে। এই আবহেই শিরোনামে উঠে এসেছে মোহনপুর। এখানকার কাতেসর পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের সবকটি বাড়িতেই হিন্দু পরিবারের বাস। যদিও খসড়া তালিকায় এখানকার ৩৭,৩৮ ও ৩৯ নম্বর বাড়ির ঠিকানা হয়েছে ১৫ জন মুসলিম ভোটারের। ৩০ নম্বর বাড়িও ব্যতিক্রম নন। এই বাড়ির বাসিন্দা কামেশ্বর ঠাকুরের অভিযোগ, ‘আমাদের পরিবারের ৬ জন সদস্য। কিন্তু খসড়া তালিকায় রোশন খাতুন ও মহম্মদ সাবির নামে দুই ভোটার রয়েছেন। যাঁদের ঠিকানা আমাদের বাড়ি।’ এমন অভিযোগ আরও অনেকেরই। স্থানীয়দের অভিযোগ, গ্রামের সবাই হিন্দু। কিন্তু খসড়া ভোটার তালিকায় এই গ্রাম হয়ে উঠেছে অন্তত ১০০জন মুসলিমের ঠিকানা। বিষয়টাকে সাধারণ ভুল হিসেবে মানতে নারাজ গ্রামের মানুষজন। নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন তাঁরা। বিষয়টাকে স্থানীয় প্রশাসন কার্যত এড়িয়ে যাচ্ছে বলেই অভিযোগ। কমিশনের তরফে জানানো হয়েছে, বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।