মণিপুর বিজেপিতে ভাঙন, কংগ্রেসে যোগদান করলেন প্রভাবশালী ৩ নেতা, প্রধানমন্ত্রীর সফরের আগে ধাক্কা
বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
ইম্ফল (পিটিআই): কেটে গিয়েছে ২৯ মাস। হিংসার আগুনে ছারখার মণিপুরে এই প্রথম পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৩ সেপ্টেম্বর তাঁর সফর উপলক্ষে এলাকায় শান্তিরক্ষার দায় চাপানো হয়েছে বিধায়কদের কাঁধে। যদিও প্রধানমন্ত্রীর এই সফরের আগেই ধাক্কা বিজেপিতে। মণিপুরে পদ্মপার্টির প্রভাবশালী তিন নেতা শিবির বদলে কংগ্রেসে যোগ দিলেন। বিজেপি ত্যাগী এই তিন নেতার মধ্যে দু’জন প্রাক্তন বিধায়ক। মঙ্গলবার কংগ্রেসের তরফে জারি করা একটি বিবৃতিতে একথা জানানা হয়েছে। দিল্লিতে এআইসিসি সদর দপ্তরে মণিপুরের ওই তিন নেতা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন। তাঁরা হলেন ওয়াই সুরচন্দ্র সিং, এল রাধাকিশোর সিং এবং উত্তমকুমার নিঙ্গথৌজাম। তাঁদের মধ্যে প্রথম দু’জন প্রাক্তন বিধায়ক। তিন নেতাকে হাত শিবিরে স্বাগত জানান মণিপুরে এআইসিসির ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উলাকা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি কে মেঘচন্দ্র সিং। দলীয় বিবৃতিতে বলা হয়েছে, মণিপুরে সংকট মোকবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিজেপি। জনমানসে বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে, একমাত্র কংগ্রেসের পক্ষেই শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে রাজ্যে সর্বাঙ্গিন কল্যাণসাধন সম্ভব। আর সেই প্রেক্ষিতেই তিন নেতা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন।