• বাইকচোর গ্যাংকে ধরিয়ে দিল কুকুর
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • লখনউ: স্যার... আমার বাইক চুরি গিয়েছে। ওরা এখনও বেশি দূর যেতে পরেনি। ওদের ধরুন। হাঁপাতে হাঁপাতে থানায় হাজির ব্যক্তি। তড়িঘড়ি দুষ্কৃতীদের ধাওয়া করে পুলিশ। কিন্তু কিছুতেই নাগাল মেলেনি। গত এক বছরে উত্তরপ্রদেশের লখনউতে এটাই চেনা দৃশ্য। শহরের কোথাও না কোথাও বাইক চুরি হচ্ছিল। থানায় অভিযোগের পাহাড়। কিন্তু কিছুতেই ধরা পড়ছিল না দুষ্কৃতীরা। বছরভর ‘লুকোচুরি’ শেষে রবিবার সীতাপুরের সেই গ্যাংকে পাকড়াও করল পুলিশ। চোরের দলকে ধরিয়ে দিল একদল পথকুকুর। ইতিমধ্যেই এক নাবালককে আটক করার পাশাপাশি ছয় যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকের বাড়ি সীতাপুরে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া ৪০টি বাইক। রবিবার কুড়িয়া ঘাট থানা এলাকা থেকে এক ব্যক্তির বাইক চুরি হয়ে যায়। সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ জানান তিনি। হাতেনাতে চোরেদের ধরতে পিছু নেয় পুলিশ। ৪-৫ কিলোমিটার ধাওয়া করার পর বাইকটি ফেলে পালায় তারা। বাইক উদ্ধার হলেও চোরেদের টিকিও পায়নি পুলিশ। তবে হাল ছাড়েননি আধিকারিকরা। কিছুক্ষণ বাদেই দুষ্কৃতীদের একটি গাড়িতে উঠে পালাতে দেখেন এক পুলিশ আধিকারিক। একটি গলিপথ ধরে পালানোর চেষ্টা করছিল তারা। এমন সময় গাড়ি আটকে দাঁড়ায় একদল পথকুকুর। দুষ্কৃতীরা গাড়ি ঘোরাতেই চিৎকার করতে করতে তাদের পিছু নেয় কুকুরগুলি। গাড়ি ঘুরিয়ে অন্য গলিতে যেতেই বিপত্তি। কারণ গলির প্রান্তে তাদের জন্য অপেক্ষা করছিল পুলিশ।
  • Link to this news (বর্তমান)