• পরিবেশ রক্ষার বার্তা দিয়ে হাসপাতালপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির থিম ‘সুন্দরবন’
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: সুন্দরবনের পরিবেশ ময়নাগুড়িতে! অবাক লাগলেও এটাই বাস্তবে হতে চলেছে ময়নাগুড়িতে। এবছর পরিবেশ বাঁচানোর বার্তা দিতে ‘সুন্দরবনের পরিবেশ’ ফুটিয়ে তুলছে হাসপাতালপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি। পরিচালনায় সুপার স্পোর্টিং ক্লাব। ৫৯তম বর্ষে পুজোর থিম ‘সুন্দরবনের পরিবেশ’। মণ্ডপ তৈরি করছেন মেদিনীপুরের ১৫ জন শিল্পী। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে থাকবে প্রতিমা ও আলোর কারসাজি। প্রতিমা ও আলোকশিল্পী ময়নাগুড়িরই। 

    নতুন বাজারের খাগড়াবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে থেকে মণ্ডপ পর্যন্ত থাকবে আধুনিক চোখ ধাঁধানো আলোকসজ্জা। উল্টো দিকে মণ্ডপ থেকে খাগড়াবাড়ি গার্লস স্কুল পর্যন্তও থাকবে লাইটিং। পুজো মণ্ডপ তৈরি হচ্ছে কাগজ, সুতো, কাঠের তক্তা, ফাইবার, পাইপ সহ নানা সামগ্রী দিয়ে। মণ্ডপে এলে দেখা মিলবে বাঁদর, পাখি, বাঘ, মৌমাছির চাক সহ বিভিন্ন পাখি ও বন্যপ্রাণীর। 

    এবছর সুপার স্পোর্টিং ক্লাবের পরিচালনায় হাসপাতালপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন কল্লোল রায়, বরুণ ঘোষ ও দীপক চক্রবর্তী। সম্পাদক বাবলা ঘোষ, প্রদ্যুৎ বিশ্বাস ও দীনবন্ধু সরকার। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত ক্লাবের সামনের মঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এখানে ময়নাগুড়ি হাসপাতালপাড়ার বাসিন্দারা সকলে মিলে অংশগ্রহণ করবেন। পাশাপাশি কৃতী পড়ুয়া, খেলোয়াড় সহ অন্যান্য শিল্পীদের সম্মানিত করা হবে। দুঃস্থ ছাত্রছাত্রীদের বই বিতরণও করা হবে। 

    পুজো কমিটির সভাপতি দীপক চক্রবর্তী বলেন, আমাদের পুজো ময়নাগুড়ি হাসপাতালে প্রবেশের রাস্তার উলটো পাশে হয়। ১৯৬৬ সালে জীবন দাম, প্রফুল্ল রায়, বাবলু সেন, মণি বর্ধন সহ পাড়ার বেশ কয়েকজন একত্রিত হয়ে পুজোর সূচনা করেছিলেন। এবছর আমরা নতুনত্ব পুজো মণ্ডপ দর্শনার্থীদের কাছে তুলে ধরছি। আশা করছি, ছোট থেকে বড় সকলের ভালো লাগবে। পঞ্চমীতে আমাদের পুজোর উদ্বোধন। আমরা সুন্দরবনের পরিবেশ ফুটিয়ে তুলছি। মৌচাক থেকে মধু সংগ্রহ সহ সেখানকার পরিবেশ উপলব্ধি করা যাবে মণ্ডপে আসলে। আমাদের আশা, এবছর এই উদ্যোগে দর্শনার্থীদের পছন্দ হবে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)