নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: অবশেষে মঙ্গলবার বিকেলে এনবিএসটিসি’র কর্মীদের বেতন প্রদানের সরকারি নির্দেশিকা পৌঁছায়। সন্ধ্যার পরেই কর্মীদের অ্যাকাউন্টে আগস্টের বেতন ঢুকে যায়। দিনভর আন্দোলনের পর বেতনের নির্দেশিকা আসতেই কর্মীদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। সারা বছর মাস পয়লা বেতন হলেও পুজোর মাসে ৮ তারিখেও বেতন না মেলায় সাময়িকভাবে বিপাকে পড়ে গিয়েছিলেন নিগমের কর্মী ও পেনশনভোগীরা। বেতনের দাবিতে এদিন সকালে নিগমের ম্যানেজিং ডিরেক্টরের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন কর্মীরা। বেতন, পেনশন আটকে যাওয়ায় সরব হয়েছিল নিগমের তৃণমূল পরিচালিত চালক, কন্ডাক্টর ইউনিয়ন।
নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের কোচবিহার ডিপোর কার্যকরী সভাপতি রাজেশ চৌধুরী বলেন, সরকার প্রতি মাসের ২৮ থেকে পরবর্তী মাসের ১ তারিখের মধ্যে বেতন দিয়ে দেয়। কিন্তু এ মাসে বেতন পেতে আমাদের অহেতুক দেরি হল। আধিকারিকদের গাফিলতির কারণেই এটা হয়েছে। আমরা সকালে নিগমের এমডি’র ঘরের সামনে অবস্থানে বসেছিলাম।
এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, নিগমের সকল কর্মচারী, আধিকারিক সহ পেনশনভোগীদের বেতন সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশিকা চলে এসেছে। তাঁদের অ্যাকাউন্টে টাকাও ঢুকে গিয়েছে। টেকনিক্যাল কারণে এ মাসের বেতন পেতে দেরি হওয়ার জন্য আমরা দুঃখিত। এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই বলেন, সন্ধের পর কর্মী এবং পেনশনারদের টাকা তাঁদের অ্যাকউন্টে পাঠানো হয়েছে। তখনও বেতনের নির্দেশিকা আসেনি। মঙ্গলবার সকালে নিগমের ম্যানেজিং ডিরেক্টরের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মীদের। - নিজস্ব চিত্র।