সংবাদদাতা, মানবাজার: সেতু থেকে শুরু করে কজওয়ে, এমনকি বেহাল রাস্তাও। পুরুলিয়ার মানবাজার মহাকুমার এই ধরনের একাধিক দাবি নিয়ে পথে নামতে চলেছে লোকসেবক সংঘ। ইতিমধ্যেই এবিষয়ে তাদের পক্ষ থেকে লিফলেট ছাপিয়ে সাধারণ মানুষকেও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে মানবাজার ১ ব্লকের কেশ্যা মোড়ে অবরোধের ডাক দিয়েছেন তারা। তাদের দাবি রাজনৈতিক ও প্রশাসনিক উদাসীনতার জন্য মানবাজার মহকুমা এলাকার একাধিক রাস্তা, কজওয়ে, সেতুর অবস্থা বেহাল। এর প্রতিবাদেই রাস্তায় নামতে হচ্ছে।
লোকসেবক সংঘের পক্ষ থেকে জানা গিয়েছে, বেহাল রাস্তা, সেই সঙ্গে বছরের পর বছর সেতু গ্রামীণ কজওয়ে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক এলাকায়। কোথাও আবার সেতুর জন্য খুঁটি তৈরি করা হলেও ২২ বছর ধরে তার কাজ থমকে রয়েছে। এর ফলে ওই সব এলাকার জনজীবন ব্যাহত হচ্ছে। সমস্যায় পড়তে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। দীর্ঘদিন ধরে যে কয়েকটি রাস্তা বেহাল রয়েছে জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনকভাবে তাতে যাতায়াত করতে হচ্ছে বলে গ্রামবাসীদের দাবি। বরাবাজারে টকরিয়া থেকে মানবাজারের কেশ্যা মোড় ভায়া বদলডি হয়ে যে রাস্তা রয়েছে, গত চার বছর ধরে তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ওই রাস্তা দিয়ে এলাকার মানুষজন নিত্যদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করে বলে অভিযোগ। লোকসেবক সংঘের দাবি ২০২২ সালে রাস্তাটি সংস্কার হলেও বছর ঘুরতে আবার একই অবস্থা হয়েছে। বিগত সরকারের আমলে বরাবাজারের ডুমুরডির কাছে কুমারী নদীর উপর কজওয়ে ভেঙেছে। তারপর ২২ বছর নজর পড়েনি কোনও সরকারের। এর ফলে দীর্ঘ পথ ঘুরতে হয়। এর পাশাপাশি মানবাজারে বিজয়ডি ও কেশরগড় মধ্যবর্তী স্থানে চাকা নদীর উপর পাকাপোক্ত সেতু তৈরির পরিকল্পনা নেয় আগের সরকার। এর জন্য কাজও শুরু হয়। দু’একটা খুঁটিও তৈরি করা হয়। তারপর থেকে কুড়ি বছর ধরে এমনি অবস্থায় পড়ে রয়েছে। এখনও তৈরি হয়নি সেতু। একইসঙ্গে মানবাজারের কদমা ও নাথুরডির মাঝের সেতু ভেঙেছে গত বছর। এর জন্য ওই এলাকার মানুষজন ব্লক শহরের স্বাস্থ্য কেন্দ্রে আসতে খুবই অসুবিধা হয়। ঘুর পথে অনেকটা ঘুরে আসতে হয় বলে দাবি তাদের। কিন্তু কেন এত উদাসীনতা এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
লোকসেবক সংঘের সচিব (পুরুলিয়া) সুশীল মাহাতো জানান, রাস্তা সংস্কারের দাবিতে আমরা পথ অবরোধের ডাক দিয়েছি। মানবাজার মহকুমা এলাকার একাধিক সেতু কজওয়ে রাস্তার অবস্থা বেহাল। কোথাও সেতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আবার কোথাও দুদশক আগের ভাঙ্গা কজওয়ে এখনো তৈরি হয়নি। পাশাপাশি একাধিক রাস্তার অবস্থা জীর্ণ এর ফলে মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে। কেন এত উদাসীনতা? এই কর্মসূচিতে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।
এ বিষয়ে মানবাজার ১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র বলেন, অবরোধের বিষয়টি আমার জানা নেই। তবে অবরোধ প্রসঙ্গে তিনি জানান, পথ অবরোধ করলেই তো সমস্যার সমাধান হয় না। বিষয়গুলি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা উচিত। -নিজস্ব চিত্র