• হেমতাবাদের সূর্যসেন স্মৃতি সংঘে এবার দুর্গাপুজোর থিম ‘গীতা’
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • মৃন্ময় বসাক , কালিয়াগঞ্জ:

    উত্তর দিনাজপুর জেলার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম হেমতাবাদের  সূর্যসেন (মাস্টারদা) স্মৃতি সংঘের দুর্গাপুজো। মণ্ডপ তৈরির ব্যস্ততা এখন তুঙ্গে। প্রতি বছর শারোদৎসবে বিশেষ চমক থাকে এই ক্লাবে। এবার সংঘের বিশেষ আকর্ষণ ‘পাওয়ার অফ দ্য গীতা’। এই পুজো ৫৬ তম বর্ষে পদার্পণ করল।

    কমিটির সদস্য রামমণি হালদার জানিয়েছেন, দুর্গোৎসবে শুধু আনন্দে মেতে ওঠাই নয়, এবার থিমের মাধ্যমে আত্মজাগরণের বার্তা দেওয়া হবে। এখানে দেবী দশভুজা জ্ঞানের প্রতীক হিসেবে বিরাজমান হবেন। দেবীকে দেখা যাবে গীতার বাণী দিয়ে অসুর সহ অন্য দেবদেবীদের বোঝাতে। মণ্ডপ জুড়ে আলো ও শব্দের মাধ্যমে গীতার শ্লোক, বার্তা তুলে ধরা হবে। দেবীকে এখানে দেখা যাবে জ্ঞানের প্রতীক হিসেবে।

    পুজো কমিটির আরেক সদস্য রণজিত সেন বলেন, মণ্ডপ তৈরি করা হবে কাঠ, বাঁশ, চট, প্লাস্টার অব প্যারিস দিয়ে। মালদহ থেকে শিল্পীরা এসে সেই কারুকার্য ফুটিয়ে তুলছেন। সুদৃশ্য আলোকসজ্জার পাশাপাশি পুজোর তিনদিন মণ্ডপের পাশে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীরা নানা ধরনের অনুষ্ঠান করবেন। উৎসবকে কেন্দ্র করে একাধিক সমাজসেবামূলক কাজ করা হবে। আমাদের পুজোকে সেরা করতে সবরকম চেষ্টা করছি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)