টাঙ্গনের নাব্যতা ফেরাতে বুনিয়াদপুরে হাজার কাগজের নৌকা ভাসাল পড়ুয়ারা
বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, গঙ্গারামপুর: টাঙ্গন নদীর নাব্যতা ফেরাতে মঙ্গলবার বুনিয়াদপুরে হাজার কাগজের নৌকা ভাসাল স্কুল পড়ুয়ারা। এদিন আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়ারনমেন্ট প্রটেকশন সমিতি ও বুনিয়াদপুর পুরসভার যৌথ উদ্যোগে ‘টাঙ্গন নদী বাঁচাও’ এর ডাক দেওয়া হয়। বুনিয়াদপুর পুরসভার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পড়ুয়ারা এদিন জমায়েত হয় পিডব্লুডি বাংলোপাড়ায়। সেখানেই আগতদের হাতে কাগজের নৌকা তুলে দেওয়া হয়। সকলে সেই নৌকা টাঙ্গনের জলে ভাসিয়ে দেয়। টাঙ্গনের নদীপাড়ের বাসিন্দাদের অভিযোগ, দিন দিন টাঙ্গনের নাব্যতা হারিয়ে যাচ্ছে। গ্রীষ্মকালে জল শুকিয়ে যেমন কাঠ হয়ে যাচ্ছে তেমন ভাবে বর্ষাকালেও সেভাবে জল না থাকায় মৎস্যজীবীরা পেশা বদল করে ভিনরাজ্যের শ্রমিক হয়ে গিয়েছেন। প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে ফের যাতে টাঙ্গনের বুকে নৌকার দেখা পাওয়া যায় তারজন্য যৌথভাবে লড়াই শুরু করেছে টাঙ্গন নদী বাঁচাও কমিটি। সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ বসাক বলেন, টাঙ্গন নদীকে বাঁচাতে আমরা খুবশীঘ্রই কুশমণ্ডি, বংশীহারি, বুনিয়াদপুর শহরের বাসিন্দাদের নিয়ে টাঙ্গন বাঁচাও কমিটি করে এক লক্ষ করে গণস্বাক্ষর ও পোস্টকার্ড সরকারের কাছে পৌঁছে দেব। আমরা চাই নদীর নাব্যতা বৃদ্ধি করে নদীর প্রাণ ফেরানো হোক। বুনিয়াদপুর পুরসভার প্রশাসক কমল সরকার বলেন, টাঙ্গন বাঁচাও আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনে আমাদেরও সঙ্গে নিয়েছে। আমরা এই আন্দোলনকে পূর্ণ সমর্থন করি। টাঙ্গন নদীর নাব্যতা ফেরাতে দ্রুত উদ্যোগ নেওয়া হোক। আমরাও সেই আন্দোলনে পাশে থাকব। আমাদের শহরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। সেই হিসেবে এই নদী আমাদের মায়ের মতো আগলে রেখেছে। তাকে বাঁচানো আমাদের কর্তব্য। কাগজের নৌকা ভাসাচ্ছে পড়ুয়ারা।-নিজস্ব চিত্র