• আজ ভার্চুয়াল মাধ্যমে তিনশো’র বেশি পাট্টা বিলি করবেন মুখ্যমন্ত্রী
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: জলপাইগুড়িতে মূল প্রশাসনিক সভার আয়োজন হলেও ভার্চুয়াল মাধ্যমে আজ বুধবার উত্তর দিনাজপুর জেলায় একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কর্মসূচির অংশ হিসেবে এই জেলাতেও তিন শতাধিক পাট্টা বিলি হবে। তবে শেষ মুহূর্তে এই সংখ্যা বাড়তে পারে। যার জন্য মঙ্গলবার দিনভর জেলা প্রশাসনের ব্যস্ততা ছিল তুঙ্গে। মঙ্গলবারও এব্যাপারে প্রশাসনের তরফে প্রস্তুতি বৈঠক করা হয়। 

    জেলা প্রশাসন সূত্রে খবর, তিন ধরনের জমির পাট্টা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে। কৃষি পাট্টা, বসতবাড়ির জন্য পাট্টা সহ আরআর পাট্টা বিলি হবে। রায়গঞ্জ, ইটাহার, চোপড়া, ইসলামপুর, কালিয়াগঞ্জ সহ জেলার ন’টি ব্লক থেকে বাছাই করে এই পাট্টা দেওয়া হবে। 

    এব্যাপারে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিগত কয়েকদিনে একাধিক বৈঠকও সেরেছে ওই দপ্তরটি। যাতে পাট্টা বিলি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। 

    এদিকে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রীর সভার আয়োজন করা হয়েছে কর্ণজোড়া অডিটোরিয়ামে। সেখানে জেলার প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি সকলেই উপস্থিত থাকবেন। জেলা প্রশাসন সূত্রে আরও খবর, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কাজের সার্বিক হিসেব নিকেশও তৈরি করা হয়েছে। যাতে একনজরে মুখ্যমন্ত্রীর সমস্ত জিজ্ঞাসার উত্তর দিতে পারেন প্রশাসনের কর্তারা।

    সেইসঙ্গে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ জেলার চার পুরসভার চেয়ারম্যান, বিধায়করা ওই ভার্চুয়াল সভায় উপস্থিত থাকবেন। যাতে প্রয়োজন মতো জেলার বিভিন্ন দাবিদাওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে ভার্চুয়াল মাধ্যমে উপস্থাপন করা যায়। সেইসঙ্গে জেলার শতাধিক পাট্টার উপভোক্তারাও ওই সভায় উপস্থিত থাকবেন।
  • Link to this news (বর্তমান)