• বাংলাদেশ থেকে এসে ‘বাবা’ বদল, জর্ডন, সৌদি ঘুরে ভারতে বিয়ে-বসবাস, ধৃত মহিলা
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: দুষ্টের ছলের অভাব হয় না! 

    প্রথমে বাংলাদেশ থেকে পাড়ি সৌদি আরবে। সেখান থেকে জর্ডন। বছর দু’য়েক আগে ভারতে অনুপ্রবেশ করে মুর্শিদাবাদের যুবককে বিয়ে করে পাকাপাকি বাস। মামা শ্বশুরকে ‘বাবা’ বানিয়ে আধার, ভোটার কার্ডও বানিয়ে ফেলে সে। এরপর হিলি সীমান্ত দিয়ে চলতে থাকে বাংলাদেশে অবাধ যাতায়াত।

    দীর্ঘদিন চলতে থাকা রোজিনা বিবির জালিয়াতি ধরা পড়েছে সোমবার। সম্প্রতি, হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে নিজের বাড়িতে গিয়েছিল ওই মহিলা। সোমবার বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে গেলে নথি দেখে সন্দেহ হয় বিএসএফের। জেরার পর নথি জালিয়াতির কথা স্বীকার করলে পাকড়াও করে হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে।

    পুলিস সূত্রে খবর, মহিলাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গতিবিধি সম্পর্কে সম্পূর্ণ তথ্য বের করার পাশাপাশি সে স্লিপার সেলের সঙ্গে যুক্ত কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ বলেন, ওই মহিলাকে হিলি থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ। তদন্ত শুরু হয়েছে। 

    পুলিস সূত্রে খবর, রোজিনার বয়স নিয়েও ধোঁয়াশা রয়েছে। তার বাড়ি বাংলাদেশের জয়পুরহাটের পাঁচবিবির আলাই এলাকায়। সেখানে একবার তার বিয়ে হয়েছিল। বাড়িতে ১৫ বছরের মেয়ে রয়েছে। ২০১৫ সালে রোজিনা মেয়েকে বাংলাদেশে রেখে একটি সংস্থার মাধ্যমে সৌদি আরবের হাসপাতালে হাউস কিপিংয়ের কাজে যায়। সেখানে কয়েক বছর কাজ করার পর জর্ডনেও গিয়েছিল। সেখানে আলাপ হয় মুর্শিদাবাদের কান্দির মহম্মদ লাটু শেখের সঙ্গে। তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর রোজিনা ফের চলে যায় বাংলাদেশে। সেখান থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে হিলির গোঁসাইপুর সীমান্ত দিয়ে ভারতীয় দালালকে টাকা দিয়ে এদেশে অনুপ্রবেশ করে। সোজা চলে যায় মুর্শিদাবাদে লাল্টুর বাড়িতে। তাকে বিয়ে করে সংসার করতে থাকে। সেখানে মামা শ্বশুরকে ‘বাবা’ বানিয়ে আধার ও ভোটার কার্ড তৈরি করার পর গত আগস্টে ফের দালালের মাধ্যমে বাংলাদেশে গিয়েছিল রোজিনা। সোমবার হিলির চকগোপাল সীমান্ত দিয়ে ভারতে ফিরতে গিয়ে ধরা পড়ে যায় সে।  

    রোজিনার কাছ থেকে পুলিস বাংলাদেশের ব্যাঙ্কের পাসবুক সহ নানা নথি উদ্ধার করেছে। মঙ্গলবার তাকে বালুরঘাট জেলা আদালতে তুলেছিল পুলিস। সরকারি আইনজীবী শিবাজী সিংহ রায় বলেন, রোজিনার ছয় দিনের পুলিশ হেফাজত হয়েছে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)