আজ জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী, আট হাজার চা শ্রমিককে পাট্টা, বাড়ি-ক্রেশ উদ্বোধন
বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চা বলয়ে ঢালাও উন্নয়ন প্রকল্প রাজ্যের। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আরও ৮ হাজার চা শ্রমিককে জমির পাট্টা দেওয়ার কথা। আজ, বুধবার জলপাইগুড়ি শহরের এবিপিসি মাঠের সভা থেকে ওই পাট্টা তুলে দেওয়ার পাশাপাশি ‘চা সুন্দরী’ প্রকল্পে বাড়ি, চা বাগানে ক্রেশ ও স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উত্তরের উন্নয়নে তিনি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও কাজের সূচনা করবেন বলে প্রশাসন সূত্রে খবর। চা বাগানের পড়ুয়াদের জন্য সরকারি স্কুলবাস নিয়েও থাকতে পারে ঘোষণা।
চলতি বছরেই জলপাইগুড়ি জেলায় ১৫ হাজার ২৩২ জন চা শ্রমিককে জমির পাট্টা দেওয়া হয়েছে। আজ পাট্টা পাবেন আরও ৫ হাজার ২৮ জন চা শ্রমিক। একইসঙ্গে আলিপুরদুয়ার জেলার ৩ হাজার ১২০ জন চা শ্রমিককে পাট্টা দেওয়া হবে।
রাজ্যের উদ্যোগে জলপাইগুড়ি জেলায় ইতিমধ্যেই ‘চা সুন্দরী’ প্রকল্পে ১ হাজার ৯টি বাড়ি তৈরির কাজ শেষ। আলিপুরদুয়ারে তৈরি হয়েছে চা সুন্দরীর ১ হাজার ৮৪২টি বাড়ি। চা বলয়ে ক্রেশ ও স্বাস্থ্যকেন্দ্র তৈরিতেও জোর দিয়েছে রাজ্য। ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলায় শেষ হয়েছে ২৫টি ক্রেশ ও ১৫টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ।
জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন বলেন, রাজ্যের নির্দেশে আমরা চা বাগানে পানীয়জল, স্বাস্থ্য পরিষেবা, রাস্তা, আলো থেকে চা সুন্দরী প্রকল্পে বাড়ি, চা শ্রমিকদের পাট্টা সবটাই পৌঁছে দিচ্ছি। সমস্ত প্রকল্পের কাজ দ্রুততার সঙ্গে চলছে। অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) প্রিয়দর্শিনী ভট্টাচার্য বলেন, আমরা চা বাগানে জমির পাট্টা, চা সুন্দরী প্রকল্পের বাড়ি, চা বাগানে ক্রেশ ও স্বাস্থ্যকেন্দ্র সবটাই প্রস্তুত রেখেছি। মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এখন সেগুলি উদ্বোধনের অপেক্ষায়। উদ্বোধনের তালিকায় রয়েছে রেডব্যাঙ্ক চা বাগানে তৈরি হওয়া ক্রেশ ও স্বাস্থ্যকেন্দ্র।
বন্ধ বাগান খোলা থেকে চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়ার জন্য রাজ্যের তরফে অ্যাডভাইসরি জারি। সবেতেই চা শ্রমিকদের মন জয় করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনামূল্যে রেশন থেকে চা বাগানে ‘জয় জোহার’ প্রকল্প সবটাই চলছে রাজ্যের উদ্যোগে। চা শ্রমিকদের উন্নয়নে যখন কেন্দ্রের কোনও হেলদোল নেই, টি বোর্ডের ভূমিকায় অসন্তোষ বাড়ছে বাগানে, সেই পরিস্থিতিতে চা বলয়ের জন্য রাজ্যের একের পর এক উন্নয়ন প্রকল্পে চাপ বাড়ছে বিজেপির। চা বলয়ের ভোটব্যাংকে ধস ঠেকাতে