• জেলায় ‘ঐক্যশ্রী’ স্কলারশিপ পেয়েছে ৬ লক্ষ ছাত্রছাত্রী, খরচ ১২০ কোটি টাকা
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শুধুমাত্র জলপাইগুড়ি জেলায় ৬ লক্ষের বেশি পড়ুয়াকে দেওয়া হয়েছে ‘ঐক্যশ্রী’ স্কলারশিপ। এজন্য খরচ করা হয়েছে ১২০ কোটি সাড়ে ১৯ লক্ষ টাকা। রাজ্যের তরফে দেওয়া এই স্কলারশিপ পেয়ে স্কুল-কলেজে পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি উচ্চশিক্ষায় সাফল্যের নজির গড়ছেন জেলার সংখ্যালঘু ছাত্রছাত্রীরা। জেলা প্রশাসনের দাবি, সংখ্যালঘু স্কলারশিপে পড়াশোনা করে কৃষকের ছেলে আজ ট্রেনচালক। শুধু তাই নয়, সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগমের দেওয়া ঋণের টাকায় কোর্স শেষ করে রাজমিস্ত্রির মেয়ে এখন ভিনরাজ্যে নামী হাসপাতালের নার্স। সবমিলিয়ে সংখ্যালঘু ছেলেমেয়েদের উন্নয়নে নজির গড়ছে জলপাইগুড়ি। একইসঙ্গে সংখ্যালঘু পরিবারের মহিলারা যাতে স্বনির্ভর হতে পারেন, সেই লক্ষ্যেও দেওয়া হচ্ছে ঋণ।

    অতিরিক্ত জেলাশাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য বলেন, ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত জলপাইগুড়ি জেলায় ‘ঐক্যশ্রী’ প্রকল্পে ৬ লক্ষ ৫ হাজার ৯৩৪ জন সংখ্যালঘু পড়ুয়াকে স্কলারশিপ দেওয়া হয়েছে। মোট টাকার পরিমাণ ১২০ কোটি ১৯ লক্ষ ৫৬ হাজার। প্রথম শ্রেণি থেকে পিএইচডি পর্যন্ত এই প্রকল্পে স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে।

    জেলা প্রশাসন সূত্রে খবর, সংখ্যালঘু পড়ুয়াদের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার জন্য জলপাইগুড়িতে এপর্যন্ত ১ কোটি ১৩ লক্ষ ৬১ হাজার টাকা স্কলারশিপ হিসাবে দেওয়া হয়েছে। গত একবছরে নতুন করে জলপাইগুড়ি জেলায় এক লক্ষ সংখ্যালঘু পড়ুয়াকে ঐক্যশ্রী প্রকল্পের আওতায় আনা সম্ভব হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এই প্রকল্পে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সংখ্যালঘু পড়ুয়ারা বার্ষিক স্কলারশিপ পেয়ে থাকে ১ হাজার ১০০ টাকা। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বছরে মেলে সাড়ে পাঁচ হাজার টাকা। হস্টেলে থেকে পড়াশোনা করলে অবশ্য স্কলারশিপের পরিমাণ বেশি। সেক্ষেত্রে মিলবে ১১ হাজার টাকা। একাদশ ও দ্বাদশের পড়ুয়ারা বছরে ঐক্যশ্রীর স্কলারশিপ পেয়ে থাকে বছরে ১০ হাজার ২০০ টাকা। হস্টেলে থেকে পড়াশোনা করলে পাওয়া যায় ১১ হাজার ৯০০ টাকা। উচ্চ মাধ্যমিক স্তরে যারা কারিগরি বিভাগে পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে বছরে এই ভাতার পরিমাণ সাড়ে ১৩ হাজার টাকা। হস্টেলের পড়ুয়াদের ক্ষেত্রে ১৫ হাজার ২০০ টাকা। স্নাতক ও স্নাতকোত্তরের ছাত্রছাত্রীরা পেয়ে থাকেন বছরে ৬ হাজার ৬০০ টাকা। হস্টেলের পড়ুয়াদের জন্য ৯ হাজার ৬০০ টাকা। পিএইচডি’র ক্ষেত্রে এই স্কলারশিপে টাকার অঙ্ক ৯ হাজার ৩০০ টাকা। হস্টেলে থাকলে সাড়ে ১৬ হাজার টাকা। 
  • Link to this news (বর্তমান)