• অনুপর্ণার প্যালেস্তাইন মন্তব্যে গোঁসা, দেশ বিরোধী অ্যাখ্যা বিজেপি নেতাদের
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ‘প্রতিটি শিশুর শান্তিতে, স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে। প্যালেস্তাইনের শিশুরা যার ব্যতিক্রম নয়। প্যালেস্তাইনে যা ঘটছে তা অতি ধ্বংসাত্মক।’ ভেনিসের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে দ্ব্যর্থহীন ভাষায় এই কথাগুলি বলেছিলেন অনুপর্ণা রায়। তিনি বাংলারই মেয়ে। তাঁর কথায় বেজায় চটে গিয়েছে বঙ্গের গেরুয়া শিবিরের একটা অংশ। শিল্পাঞ্চলের বিজেপি নেতা, বিধায়করা কয়েকধাপ এগিয়ে অনুপর্ণাকে ‘দেশবিরোধী’, ‘হিন্দু বিরোধী’ বলে দাগিয়ে দিতে শুরু করেছেন। তা নিয়ে তোলপাড় গোটা পশ্চিম বর্ধমান।  

    অনুপর্ণার পরিচালিত প্রথম ফিচার ফিল্মই ভেনিসের মঞ্চে তাঁকে সেরা পরিচালকের শিরোপা এনে দিয়েছে। বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করেছেন।  অনুপর্ণা নিজের সিনেমার কলাকুশলীদের মঞ্চে প্রশংসা করার পাশাপাশি যুদ্ধ-বিরোধী বার্তাও দিয়েছেন। অনুপর্ণার সেই বার্তা হজম করতে পারছে না বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সিপিএম সহ প্রায় সব রাজনৈতিক দলই তাঁর প্রশংসায় পঞ্চমুখ। অথচ, বিজেপি নেতারা অনুপর্ণার সমালোচনায় সরব হয়েছেন। 

    পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপির আহ্বায়ক তথা রানিগঞ্জ বিধানসভার কো-ইনচার্জ রূপকলাল পাঁজা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,‘হিন্দু বিরোধী, দেশ বিরোধী কথা না বললে যে পুরস্কার জুটবে না, সেটা বুঝে গিয়েছিল। ৩৪ বছরের কামুরা আর বর্তমান তোলামূল সরকার যখনই সুযোগ পেয়েছে তখনই হিন্দুত্বের গোড়ায় কুঠারাঘাত করেছে। তাই, বিশ্বমঞ্চে এই ধরনের বক্তব্য শোনাটাই স্বাভাবিক।’ লেখার সঙ্গে অনুপর্ণার একটি ছবি পোস্ট করেছেন। তা নিয়ে হইচই চলছে রাজনৈতিক মহলে। 

    অনুপর্ণার বাড়ি কুলটিতে। কলেজ পাড়ার একটি ফ্ল্যাটে থাকেন তাঁর বাবা, মা। ওই এলাকার বিধায়ক বিজেপি নেতা অজয় পোদ্দার। তিনি মঙ্গলবার পর্যন্ত অনুপর্ণার বাবা-মাকে শুভেচ্ছা জানানোর প্রয়োজন অনুভব করেননি। একটা ফোনও করেননি। উল্টে অনুপর্ণার প্যালেস্তাইন ইস্যুতে মন্তব্য ভালো চোখে দেখেননি। ফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে পেশায় চিকিৎসক অজয়বাবু বলেন, ‘বড় বুদ্ধিজীবী! ভারতে যে ২৬ জনকে নৃশংসভাবে হত্যা করা হল, তার জন্য ব্যাথা পেল না। বাংলার মহিলারা মারা যাচ্ছেন, দেখতে পারছে না। যাঁরা কলকাতার রাস্তায় প্রকাশ্যে গো মাংস খায়, এরা তেমনিই তথাকথিত বুদ্ধিজীবী।’ 

    বিজেপি অনুপর্ণার সমালোচনা করলেও তাঁকে নিয়ে অবশ্য উচ্ছ্বাসের অন্ত নেই আম-বাঙালির। সোস্যাল মিডিয়াজুড়ে তাঁর ছবি সহ প্রশংসার ঝড়। মুখ্যমন্ত্রী ট্যুইটারে অনুপর্ণার ভূয়সী প্রশংসা করেছেন। অনুপর্ণার আদি বাড়ি পুরুলিয়ার নিতুড়িয়া এলাকায়। সেখানকার বিডিও থেকে তৃণমূল জনপ্রতিনিধিরা তাঁর খোঁজখবর নিয়েছেন। কুলটির স্থানীয় তৃণমূল নেতারা  বাড়িতে এসে শুভেচ্ছা জানিয়ে গিয়েছেন। অনুপর্ণার পরিবারের দাবি, মঙ্গলবার বাড়িতে এসেছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। তিনি ফোনে বাবা-মায়ের সঙ্গে কথাও বলিয়ে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। তিনিও অনুপর্ণার প্রশংসা করেছেন। 

    এদিন, বিজেপি নেতাদের মন্তব্য প্রসঙ্গে অনুপর্ণার বাবা ব্রহ্মানন্দ রায় বলেন, ‘বিজেপির স্থানীয় বিধায়ক একবার শুভেচ্ছাও জানাননি। অনুপর্ণা প্রসঙ্গে এই মন্তব্য করে থাকলে তিনি অকৃতজ্ঞ। আমার মেয়ে তো সবারই মুখ উজ্জ্বল করেছে। ওঁর নিরপেক্ষভাবে বিষয়টি দেখা উচিত ছিল।’ তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘বাঙালির অহঙ্কার অনুপর্ণা। তাঁর পাশে না দাঁড়িয়ে বিজেপি ফের প্রমাণ করে দিল ওরা বাঙালি বিদ্বেষী। আর সেই কারণেই বিজেপি বাংলায় মাথা তুলে দাঁড়াতে পারছে না। পারবেও না কোনওদিন।’  
  • Link to this news (বর্তমান)