সালানপুরে আবর্জনার স্তূপে উদ্ধার প্রচুর ভোটার কার্ড, তদন্ত শুরু
বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: স্পেশাল ইনটেনসিভ রিভিশন(এসআইআর) নিয়ে চর্চার মাঝেই মঙ্গলবার সালানপুর থানার লোহাট মোড়ে আবর্জনার স্তূপে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সেখানে আবর্জনার স্তূপের মধ্যে বহু ভোটার কার্ড পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি দেখার পরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পড়ে থাকা ভোটার কার্ডগুলি উদ্ধার করে সালানপুরের বিডিওর কাছে জমা করে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস বলেন, ২৫টি ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে। প্রতিটি ভোটার কার্ডেই চিত্তরঞ্জনের ঠিকানা রয়েছে। আমরা ভোটার তালিকা দেখে কার্ডগুলি আসল না নকল, তা খতিয়ে দেখব। কীভাবে কার্ডগুলি আবর্জনার স্তূপে এল, তাও দেখা হবে।
রেল শহর চিত্তরঞ্জনে একটা সময় ১৬ হাজারের বেশি শ্রমিক কাজ করতেন। এখন কর্মী সঙ্কোচনের জেরে জনসংখ্যা অনেকটাই কমে গিয়েছে। অনেকেই অন্যত্র চলে গিয়েছেন। সেইসব পরিত্যক্ত ভোটার কার্ডগুলিই হয়তো আবর্জনার স্তূপে পড়েছিল। প্রশাসনিক স্তরে সেই সম্ভাবনা উঠে আসছে। কিন্তু, চিত্তরঞ্জন থেকে এত দূরে কীভাবে কার্ডগুলি এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। লোহাট এলাকাটি সামডি গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত। চিত্তরঞ্জন থেকে কমপক্ষে তার দূরত্ব সাত কিলোমিটার। তাতেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়। তিনি বলেন, এসআইআর নিয়ে নানা ষড়যন্ত্র করছে বিজেপি। এটাও তারই অঙ্গ হতে পারে। একটা সময়ে চিত্তরঞ্জনে বহু মানুষের বাস ছিল। এখন জনবসতি অনেক কমে গিয়েছে। বিজেপি জেলা কমিটির আমন্ত্রিত সদস্য অভিজিৎ রায় বলেন, এটা এসআইআরের পূর্ববর্তী প্রভাব। নিশ্চয় ভুয়ো ভোটাররা জাল পরিচয়পত্র ফেলে দিচ্ছে। এসআইআর লাগু হলে আরও অনেক কিছু দেখা যাবে।-নিজস্ব চিত্র