• পাচারের সময় পাঁচ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার, ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: আন্তর্জাতিক সীমান্ত থেকে উদ্ধার হয়েছে ৫ কোটি টাকার সোনার বিস্কুট। পাচারের সময় সীমান্তরক্ষী বাহিনীর নজরে পড়ে যায় পাচারকারী। এযাবৎকালে ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারের সময় উদ্ধার হওয়া সোনার মধ্যে এটিই তৃতীয় সর্বোচ্চ। পরে ধৃত যুবক ও উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি তুলে দেওয়া হয় ডাইরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের(ডিআরআই) হাতে। কোন পাচারের নেটওয়ার্ক ধরে বাংলাদেশ থেকে এই বিপুল পরিমাণ সোনা এদেশে আসছিল, তা জানতে ডিআরআই তদন্ত শুরু করেছে।

    বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ৭ সেপ্টেম্বর সোনা উদ্ধারের ঘটনাটি ঘটেছে। বিএসএফের দক্ষিণবঙ্গ ১৯৪ ব্যাটালিয়নের আওতাধীন ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত ব্যবহার করে এক যুবক সোনা পাচারের চেষ্টা করে। সেই সময় বিষয়টি সীমান্তরক্ষী বাহিনীর নজরে আসে। সন্দেহজনক লাগায় তারা ওই যুবককে আটক করে। তল্লাশিতে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৩৫টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা। বিপুল পরিমাণ এই সোনার বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসা হচ্ছিল বলে জানা গিয়েছে। 

    বিএসএফের একটি সূত্র জানাচ্ছে, দুই দেশের মধ্যে সোনার দামের ফারাক, ট্যাক্স ফাঁকি বা বাঁচানো সহ একাধিক কারণ রয়েছে। সম্ভবত সেই উদ্দেশ্যেই এই বিপুল অঙ্কের সোনার বিস্কুট নিয়ে আসা হচ্ছিল এদেশে। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, ধৃত যুবক নদীয়ার ধানতলা থানা এলাকার হরিতলা পাড়ার বাসিন্দা। যদিও পরবর্তী তদন্তের স্বার্থে বিএসএফ অথবা ডিআরআই, উভয় পক্ষের তরফেই ধৃতের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। তবে এর সঙ্গে আন্তর্জাতিক সোনা পাচার চক্রের কোন নেটওয়ার্ক জড়িয়ে রয়েছে, তা জানতে পরবর্তী তদন্ত করছে ডিআরআই।

    বিএসএফের এক কর্তা বলেন, আমরা তদন্তকারী সংস্থা নই। আমাদের নজরদারি সবসময় চলছে। সেই নজরদারিতেই সন্দেহজনক এই যুবক আটক হয়েছিল। আমরা তার কাছ থেকে প্রচুর পরিমাণে সোনার বিস্কুট পেয়েছি। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। আমরা সংশ্লিষ্ট ডিআরআই’য়ের হাতে তাকে তুলে দিয়েছি। বাকি তদন্ত তারা করে দেখবে। আমরা সীমান্তে নজরদারি জারি রাখছি।

    প্রসঙ্গত, মাঝেমধ্যেই ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে বিভিন্ন পাচারের ঘটনা ঘটে। যার মধ্যে সোনা পাচার অন্যতম। সেই সোনা মূলত বিস্কুট রূপে এই দেশে নিয়ে আসা হয়। এদিনের ঘটনা এযাবৎকালের তৃতীয় সর্বোচ্চতম বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
  • Link to this news (বর্তমান)