• বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তছরুপে অভিযুক্তকে ফের নিয়োগ, বিস্ময় প্রকাশ হাইকোর্টের
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা আর্থিক তছরুপের ঘটনায় অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত রেজিস্ট্রারকে ফের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হয়েছে! বিষয়টি শুনে রীতিমতো বিস্মিত হাইকোর্ট। শুধু তাই নয়, সিআইডির পরিবর্তে হাইকোর্ট এই মামলার তদন্তের দায়িত্ব কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে দিলেও তদন্তের অগ্রগতি নিয়ে উষ্মা প্রকাশ করেছে আদালত। তদন্তে নেমে ভক্ত মণ্ডল নামে এক চতুর্থ শ্রেণির অভিযুক্ত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারপর আর তদন্তের অগ্রগতি নেই। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, তছরুপ হওয়া টাকা উদ্ধার হলেও এখনই পুলিশ সেই টাকা ফেরাতে পারবে না। তদন্ত এখনও চলছে। বিচার পর্ব শেষ না-হওয়া পর্যন্ত ওই টাকা জমা থাকবে। আপাতত বিশ্ববিদ্যালয়কে যে টাকা ফেরানো হয়েছে, সেটা তারা এখনই ব্যবহার করতে পারবে না। টাকা কোথায় গেল, সেই ব্যাপারে তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে ইডিকে। বিশ্ববিদ্যালয়কে ২৫ সেপ্টেম্বরের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে এমন একজন অভিযুক্তকে আবার কী করে নিয়োগ করা হল? মামলাটির পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর।
  • Link to this news (বর্তমান)