নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দাঁ ভাইদের বিবাদি বাগের দোকানে নিয়ে এসে তল্লাশি চালাল বেঙ্গল এসটিএফ। মঙ্গলবার বিকেলে তদন্তকারীদের দল তিন ভাই অভির, সুব্রত ও সুবীর দাঁকে সঙ্গে নিয়ে সেখানে যান। তাঁদের সামনে বসিয়ে স্টকের বিষয়ে জানতে চান তাঁরা। পাশাপাশি অস্ত্রাগারের কোথায় কতগুলি আর্মস ছিল সেটি জানতে চাওয়া হয়। রহড়ার অস্ত্র ব্যবসায়ী মধুসূদনকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন অস্ত্র ও গুলি কিনত বিবাদি বাগের দাঁ এর দোকান থেকে। গোটা বিষয়টি জানতেন এই দোকানের মালিকরা। এরপরই তিন ভাইকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। দোকান থেকে উদ্ধার করা হয় ৪১টি আগ্নেয়াস্ত্র। ধৃত তিন ভাই জেরায় জানান, বৈধ লাইসেন্সধারীদের অনেকেই তাঁদের অস্ত্রাগারে অস্ত্র রাখতেন। আর এই দোকান থেকে যে সমস্ত লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র কিনেছেন, সেই লাইসেন্সের কপি দোকানে রয়েছে। এই তথ্য যাচাই করতেই তিন ভাইকে একসঙ্গে নিয়ে আসে এসটিএফের টিম। অভিযুক্তদের সামনে অস্ত্রাগারে রাখা আর্মসের তালিকা তুলে ধরেন অফিসাররা। সেই তালিকা দেখিয়ে জানতে চাওয়া হয়, কোথায় কোন অস্ত্র ছিল। সূত্রের খবর, তাঁরা সেটি দেখাতে পারেননি। দোকানের স্টক তাঁদের সামনে বের করে জানতে চাওয়া হয় গরমিল কেন? সেই প্রশ্নেরও কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিন অভিযুক্তই। তদন্তে উঠে এসেছে, ভুয়ো নথি তৈরি করে এই দোকানের নথিতে রাখা হতো। খাতায়কলমে দোকানের মালিকরা দেখাতেন, অস্ত্র ও গুলি কিনেছে লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিরা। বাস্তবে কেউ তা কেনেননি বলে জানা যাচ্ছে। বেআইনিভাবে গুলি ও বন্দুক বিক্রি করে কত টাকা রোজগার করেছিলেন, সেই অঙ্ক অভিযুক্তদের জেরা করে জানার চেষ্টা করছেন অফিসাররা।