• অন্তঃসত্ত্বাকে পুশব্যাক মামলার গ্রহণযোগ্যতা নিয়ে কেন্দ্রের প্রশ্ন কোর্টে
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অন্তঃসত্ত্বা মহিলাকে বাংলাদেশে পুশব্যাক সংক্রান্ত মামলার গ্রহণযোগ্যতা নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্ন তুলল কেন্দ্র। মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে তাদের  দাবি, দিল্লিতে এই সংক্রান্ত আবেদন থাকলে এখানে এই মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই। যদিও ডিভিশন বেঞ্চ জানতে চায়, যদি কলকাতায় ঘটনা ঘটে থাকত তাহলেই কি মামলার গ্রহণযোগ্যতা থাকত? কেন্দ্রে তরফে দাবি করা হয়, বিষয়টি বাংলাভাষী হেনস্তার নয়, ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী যে কাউকেই নাগরিকত্বের প্রমাণ দিতে হয়। বিষয়টির সঙ্গে অনুপ্রবেশের ইস্যু জড়িত। শেষ ৩০ বছর ধরে এটা ভারতের সমস্যা। ভারতের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও সংহতির বিষয়টি মাথায় রেখে এই মামলা খারিজ করা হোক। মামলাটির পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।
  • Link to this news (বর্তমান)