৭ দিনে ৩২ জন, বছরের সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত সপ্তাহ বিধাননগরে
বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: চোখ না রাঙালেও গতবছরের তুলনায় বিধাননগর পুর এলাকায় ডেঙ্গু বাড়ছে। গত সাতদিনে নতুন করে ৩২ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যদপ্তর ও পুরসভা সূত্রে জানা গিয়েছে, এ বছর বিধাননগরে এটি সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত সপ্তাহ। কারণ, এর আগে এক সপ্তাহে একসঙ্গে এতজন আক্রান্ত হননি। এ বছর এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬। আগস্ট পর্যন্ত গত বছরের তুলনায় এই সংখ্যাটি তিনগুণের চেয়েও বেশি। পুরসভার দাবি, এখনও নিয়ন্ত্রণেই রয়েছে। ২০২৩ সালের চেয়ে প্রায় ছ’গুণ কম।
ডেঙ্গু আক্রান্তের নিরিখে একাধিকবার উপরের সারিতে এসেছে বিধাননগর পুরসভা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সারা বছরের হিসেব রাখা হয়। ২০১৭ সালে আক্রান্ত তিন হাজার ছাড়িয়ে গিয়েছিল। তারপর কয়েক বছর হাজারের ঘরেই ছিল। কিন্তু ২০২২ সালে বিধাননগর পুরসভার ৪১টি ওয়ার্ড থেকে মোট ৪২২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ১০১৭ সালের রেকর্ড ভেঙে যায়। পরের বছর ২০২৩ সালেও ৩৯৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। তবে গতবছর অর্থাৎ, ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা চারশোর নীচে নেমে আসে। গতবছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সাপ্তাহিক রিপোর্ট আসে। সেই হিসেব অনুযায়ী, গত বৃহস্পতিবার চার সেপ্টেম্বর পর্যন্ত বিধাননগর পুরসভায় ১৬৬ জন আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র চার সেপ্টেম্বরের রিপোর্টে নতুন করে ৩২ জন আক্রান্ত হয়েছেন। যা এ বছরের মধ্যে সবথেকে বেশি। গতবছর আগস্ট পর্যন্ত ৪৭ জন আক্রান্ত হয়েছিলেন। এবার সেখানে ১৬৬ জন। তবে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ৯১৮ জন আক্রান্ত হয়েছিলেন। ফলে সেবার অনেকটাই বেশি ছিল সংখ্যা। সেই তুলনায় এবার অনেকটাই কম রয়েছে। বিধাননগর পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) বাণীব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, গতবছর আক্রান্তের সংখ্যা কম ছিল। তার চেয়ে এবার একটু বেশি হচ্ছে। তাতে ভয় পাওয়ার কিছু নেই। এখনও পর্যন্ত পুর এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণেই আছে। পুজোর সময় প্রতিবার আক্রান্তের সংখ্যা উপরের দিকে থাকে। তারপর আবার কমতে থাকে। তবে সংক্রমণ যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য এবার বিশেষ জোর দিয়েছি। সরকারি গাইডলাইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।