দক্ষিণেশ্বরে ইন্টারভিউয়ের নামে সোনার গয়না নিয়ে চম্পট
বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বরানগর: সমাজমাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছিল, রিসেপশনিস্টের কাজ রয়েছে। বেতন মাসে ২২ হাজার টাকা। আগ্রহী মহিলাকে ইন্টারভিউয়ের নাম করে দক্ষিণেশ্বরের লজে ডাকা হয়েছিল। এরপর ওই বধূর সোনার গয়না হাতিয়ে চম্পট দেন এক যুবক। মঙ্গলবার দুপুরে অভিনব এই প্রতারণার ঘটনায় শোরগোল পড়ে যায় দক্ষিণেশ্বরে। পুলিশ অভিযুক্তের সন্ধান করছে।
মধ্যমগ্রামের বধূ রক্তিমা সরকার কিছুদিন আগে সমাজমাধ্যমে একটি বিজ্ঞাপন দেখেন। সেখানে রিসেপশনিস্ট নেওয়ার কথা বলা হয়েছিল আকর্ষনয়ে বেতনে। যোগাযোগের জন্য ফোন নম্বরও দেওয়া হয়েছিল। তিনি ওই নম্বরে যোগাযোগ করায় এক যুবক জানিয়েছিলেন, একটি নামকরা স্পা সেন্টারে রিসেপশনিস্ট লাগবে। মাসিক বেতন ২২ হাজার টাকা। তবে দক্ষিণেশ্বরে এসে ইন্টারভিউ দিতে হবে। ওই বধূ মঙ্গলবার দুপুরে দক্ষিণেশ্বরে এসে ওই যুবকের সঙ্গে দেখা করেন। এরপর তাঁকে স্থানীয় একটি লজে নিয়ে গিয়ে বলা হয়, আপনার একটি ‘প্রোফাইল’ তৈরি করা দরকার। তাই ছবি তুলতে হবে। ছবি তোলার পর বলা হয়, কানের সোনার দুলগুলি খুলে দিন। এগুলি ঠিক লাগছে না। অভিযোগ, এরপর ওই যুবক দুল নিয়ে খাবার আনার অছিলায় ঘর থেকে বেরিয়ে যান। বিকেল পর্যন্ত বধূ ওই যুবকের খোঁজ করেও ব্যর্থ হন। তাঁর ফোন নম্বরও ব্লক করে দেন ওই যুবক। এরপরই সন্ধ্যায় তিনি দক্ষিণেশ্বর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে, ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।