• বারাসতের শিক্ষিকার ছিনতাই হওয়া সোনার হার একমাসের মধ্যেই উদ্ধার
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: কয়েকদিন আগে বারাসত শহরে এক শিক্ষিকার গলা থেকে সোনার হার ছিনতাই হয়। তদন্ত নেমে একমাসের মধ্যেই ঘটনার কিনারা করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুই দুষ্কৃতীকে। উদ্ধার হয়েছে সোনার হার। মঙ্গলবার শিক্ষিকা কোয়েল বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই হারটি তুলেও দিয়েছে পুলিশ। জানা গিয়েছে, ২৩ আগস্ট বারাসত শহরের চৌধুরীপাড়া এলাকা দিয়ে কোয়েলদেবী স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। তখন বাইকে করে এসে দুই দুষ্কৃতী তাঁর গলার হার ছিনতাই করে পালায়। এনিয়ে তিনি বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

     তদন্তে নেমে হাওড়ার শিবপুর থানা এলাকা থেকে দীনেশ ঝা ও রজত জয়সওয়ালকে গ্রেপ্তার করে হার উদ্ধার করেছে পুলিশ।এনিয়ে বারাসত পুলিশ জেলার অতিরিক্ত সুপার অতীশ বিশ্বাস বলেন, আমরা ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাইকটি শনাক্ত করি। তারপর জানা যায় এই বাইকটি কলকাতা পুলিশের এক পদস্থ কর্তার জমাদারের। তিনি গাড়িটি ৪০ হাজার টাকার বিনিময়ে বন্ধক দিয়েছিলেন প্রমোদকুমার সিংকে। তাকে জেরা করে পুলিশ জানতে পারে, প্রমোদের ছেলের দুই বন্ধু দীনেশ ও রজত ২৩ আগস্ট বাইকটি নিয়ে গিয়েছিল। এনিয়ে কোয়েল বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশ প্রথম থেকেই আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে। হার ফিরে পেয়ে আমরা খুবই খুশি।

    অন্যদিকে, মঙ্গলবার দুপুরে বারাসত শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে বের হওয়ার আগেই তা লোপাট হয়ে যায়। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ জানালেন ক্ষতিগ্রস্ত গ্রাহক অরিজিৎ দাস। তিনি বলেন, চাঁপাডালি মোড় সংলগ্ন একটি ব্যাঙ্কের মধ্যে গিয়ে আমি ৫০ হাজার টাকা তুলে ব্যাগের মধ্যে রেখেছিলাম। ব্যাগটা ভিতরে রেখেই বই আপডেট করে এসে দেখি ব্যাগের চেন খোলা। ভিতরের ৫০ হাজার টাকাও উধাও হয়ে গিয়েছে। বিষয়টি ম্যানেজারকে গিয়ে বলি। সিসি ক্যামেরায় সমস্ত বিষয়টি ধরা পড়েছে। ম্যানেজারের পরামর্শ মতো আমি থানায় অভিযোগ জানালাম। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)