টানা বৃষ্টিতে জলমগ্ন ধানজমি-মাঠ, সমস্যায় কাকদ্বীপের একাধিক পুজো
বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: টানা বৃষ্টির জেরে জলমগ্ন কাকদ্বীপ মহকুমার বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে ধানের জমি ও মাঠগুলিতে এখন জল জমে। ফলে সমস্যায় পড়েছে পুজো কমিটিগুলি। কারণ এই এলাকার বেশিরভাগ মণ্ডপ হয় ফাঁকা ধানজমি ও মাঠে। জল জমে থাকার কারণে মণ্ডপ তৈরির কাজ আপাতত বন্ধ রাখতে হয়েছে।
অন্যদিকে পূর্ণিমার কোটাল থাকার কারণে নদী সংলগ্ন মাঠগুলিতেও ভরে গিয়েছে জল। ফলে কাকদ্বীপের বেশ কয়েকটি বড় পুজো পড়েছে সমস্যায়। চতুর্থীর আগে মণ্ডপের কাজ শেষ করা নিয়ে প্রবল চিন্তায় ডেকরেটাররা। অসীম প্রধান নামে কাকদ্বীপের এক ডেকরেটর বলেন, ‘প্রায় দেড় মাস আগে মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে দেখা দিয়েছে সমস্যা। বেশ কিছু জায়গায় এখনও বৃষ্টির জল জমে। কিছু জায়গায় জল বেরিয়ে গেলেও কাদা কাদা হয়ে রয়েছে। তাই কাজ করা যাচ্ছে না। মণ্ডপ তৈরির কাজ এখনও অনেক বাকি। কিভাবে শেষ হবে তা নিয়ে চিন্তায় আছি।’ কাকদ্বীপ ইয়ং ফাইটার্স ক্লাবের সম্পাদক অশোক মিশ্র বলেন, ‘দুর্যোগের কারণে এ বছর পুজোর বাজেট অনেকটাই বেড়ে যাবে। কারণ এখন মণ্ডপের কাজ সম্পূর্ণ করতে বেশি সংখ্যক কর্মী কাজে লাগানোর প্রয়োজন। দিনরাত কাজ করার দরকার। তবেই শেষ করা সম্ভব। এদিকে চতুর্থীর দিন পুজোর উদ্বোধন। অথচ এখনও বাঁশ বাঁধার কাজই সম্পূর্ণ হয়নি। এরপর মণ্ডপে কাপড় লাগানোর কাজ শুরু হবে।’ নিজস্ব চিত্র