• বারুইপুরে ব্যাগ ছিনতাইয়ে ধৃত দুই, উদ্ধার সাড়ে নয় লক্ষ টাকা
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: তাঁর ব্যাগে বন্দুক আছে। এমন দাবি করে এক ব্যবসায়ীকে মারধর করে ব্যাগ সমেত তাঁর প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা ছিনতাই করা হয়েছিল। এই ঘটনায় বারুইপুর থানার পুলিশ মঙ্গলবার মূল অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বারুইপুরের এসডিপিও অভিষেক রঞ্জন বলেন, ৩ সেপ্টেম্বরের এই ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের বাড়ি থেকে প্রায় ৯ লক্ষ ৪২ হাজার টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের নাম শুকুর আলি লস্কর ও মুস্তাফা সর্দার। তাঁদের বাড়ি বারুইপুরের হাড়দহ ও বেলেগাছি এলাকায়। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে অন্য দুষ্কৃতীদের ধরা হবে। বাকি টাকাও উদ্ধার করা হবে।

    প্রসঙ্গত, ভাঙরের উত্তর কাশীপুর থানা এলাকার বাসিন্দা সাহাবুদ্দিন মোল্লার ধানের ব্যবসা রয়েছে। ৩ সেপ্টেম্বর তিনি বাইকে করে ক্যানিং যাচ্ছিলেন ধানের পেমেন্ট দিতে। তাঁর সঙ্গে একটি কালো ব্যাগে সাড়ে ১২ লক্ষ টাকা ছিল বলে দাবি করেছেন সাহাবুদ্দিন। বারুইপুরের ছ’আনি এলাকায় বাইক দাঁড় করিয়ে তিনি হোটেলে খেতে যাওযার কথা ভাবছিলেন। তখনই দুই ব্যক্তি এসে তাঁর ব্যাগে বন্দুক আছে দাবি করে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর আরও চারজন দুষ্কৃতী এসে সাহাবুদ্দিনকে মারধর করে ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ৪ সেপ্টেম্বর বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। এরপরে পুলিশ বিশেষ টিম গঠন করে তদন্ত চালিয়ে ওই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ব্যবসায়ী সাহাবুদ্দিন প্রায়ই বেলেগাছি আসতেন। এর সুবাদেই তাঁর পরিকল্পনা জেনে ফেলেছিলেন দুষ্কৃতীরা।   নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)