• কাটল মেট্রোর চিংড়িঘাটা-জট! নভেম্বরে কাজ ইএম বাইপাসে
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • এই সময়: শেষ পর্যন্ত তা হলে ‘চায়ের টেবিলেই’ কাটল কলকাতা মেট্রোর চিংড়িঘাটা–জট! কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে–র ডিভিশন বেঞ্চের নির্দেশে মঙ্গলবার দুপুরে মেট্রোরেল ভবনে আলোচনায় বসেছিলেন মেট্রো এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা।

    প্রায় সাড়ে তিন ঘণ্টা আলোচনার পরে কী ভাবে চিংড়িঘাটা ভায়াডাক্টের কাজ শুরু করা যাবে, সে বিষয়ে একমত হলো দু’পক্ষ। সূত্রের খবর, ইএম বাইপাস লাগোয়া ওই এলাকায় ১৩ সেপ্টেম্বর একটি মহড়া দেওয়া হবে। তার পরে ১৪ থেকে ১৬ নভেম্বর এবং ২১ থেকে ২৩ নভেম্বর— দু’ধাপে এই ছ’দিনে তৈরি হবে ভায়াডাক্ট তৈরির কাজ।

    কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (নিউ গড়িয়া–বিমানবন্দর) নির্মাণকাজ ফেব্রুয়ারি থেকে থমকে রয়েছে চিংড়িঘাটায়। অরেঞ্জ লাইনের ওই অংশে ৩৬৬ মিটার দীর্ঘ ভায়াডাক্ট তৈরি করা যায়নি কলকাতা মেট্রো এবং রাজ্য সরকার দু’পক্ষই নিজের নিজের অবস্থানে অনড় থাকার জন্য।

    তার জন্যই চিংড়িঘাটা স্টেশনটি (গৌরকিশোর ঘোষ) তৈরির কাজও শেষ করা যায়নি বলে অভিযোগ উঠেছে। নির্মাতা সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) প্রতিনিধিদের সঙ্গে বার বার মতের অমিল হয়েছে কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারের অন্য বিভিন্ন দপ্তরের।

    সরকারি উদ্যোগে তৈরি গণ পরিবহণ প্রকল্পর কাজ আটকে থাকার অর্থ নাগরিকদেরই ক্ষতি— এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। তারই প্রেক্ষিতে সব পক্ষকে মঙ্গলবার একসঙ্গে বসে সমস্যার সমাধানসূত্র বার করার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। আদালদের ‍নির্দেশ ছিল, মঙ্গলবার আলোচনায় কী হলো, সেটা বৃহস্পতিবার আদালতে জানাতে হবে।

    শেষমেশ কী সিদ্ধান্ত হলো, এ দিন বৈঠক সেরে বেরনোর সময়ে সেই ব্যাপারে কিছুটা আভাস দেন দু’পক্ষের প্রতিনিধিরা। তাঁরা জানান, দুর্গাপুজো ও কালীপুজো পর্যন্ত ইএম বাইপাসে এমন কোনও কাজ করা হবে না, যার ফলে যান চলাচলে সমস্যা হতে পারে। তার জন্যই নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ইএম বাইপাসে পরিকল্পিত ভাবে ট্র্যাফিক ব্লক নিয়ে ভায়াডাক্ট তৈরির কাজ সেরে ফেলার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে।

    কোন কোন জায়গায় ব্লক নেওয়া হবে এবং তার জন্য ইএম বাইপাসের যানবাহনকে কোন দিকে, কী ভাবে ঘুরিয়ে দেওয়া হবে, তার প্রাথমিক মহড়া শনিবার, ১৩ সেপ্টেম্বর দেওয়া হবে।

    মঙ্গলবারের আলোচনার নির্যাস কাল, বৃহস্পতিবার হাইকোর্টে পেশ করতে চলেছে মেট্রো ও রাজ্য। সাত মাসের বেশি সময় ধরে থমকে থাকা কাজ নভেম্বরে শেষ হবে বলে সব পক্ষ আশা করছে।

  • Link to this news (এই সময়)