• ‘চূড়ান্ত অপমান’, প্রধানমন্ত্রীর ত্রাণ সাহায্যকে কটাক্ষ পাঞ্জাবের মন্ত্রীর
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • বন্যা বিধ্বস্ত পাঞ্জাবের জন্য ১৬০০ কোটি টাকা সাহায্য করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতেই ‘অপামানিত’ হয়েছে পাঞ্জাব বলে দাবি সেই রাজ্যের মন্ত্রীর। সেই রাজ্যর পরিস্থিতি পর্যালোচনা করার পরে প্রধানমন্ত্রী যে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তা ‘খুবই সামান্য’ বলে মন্তব্য করেছেন পাঞ্জাবের রাজস্বমন্ত্রী হরদীপ সিং মুন্দিয়ান। তাঁর দাবি, প্রধানমন্ত্রী সাহায্যের কথা জানিয়েছেন তা অপ্রতুল এবং ‘পাঞ্জাবের অপমান’।

    প্রসঙ্গত, চলতি বছরে বন্যায় প্লাবিত হয় পাঞ্জাবের ২৩টি জেলা। গত চার দশকে এই রকম বন্যা সেখানে হয়নি বলে জানিয়েছে পাঞ্জাবের প্রশাসন। ওই বন্যায় সেই রাজ্যের প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তা, কৃষি জমি এবং ফসল।

    মঙ্গলবার হিমাচল প্রদেশের পাশাপাশি পাঞ্জাবের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকও করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকেই ভাঙা রাস্তা, ক্ষতিগ্রস্ত কৃষিজমি এবং ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির কারণে পাঞ্জাবের কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান হরদীপ সিং মুন্দিয়ান।

    এ দিকে, সেই রাজ্যে আসার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেও ত্রাণের প্যাকেজ নিয়ে হতাশ পাঞ্জাবের রাজস্বমন্ত্রী। ওই বৈঠকের পর তিনি বলেন, ‘বন্যায় আমাদের কত ক্ষতি হয়েছে তা প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানিয়েছেন আমাদের মুখ্যসচিব। তার পরেও তিনি মাত্র ১৬০০ কোটি টাকা সাহায্যর কথা ঘোষণা করেছেন। অথচ আমাদের দরকার অন্তত ৬০ হাজার কোটি টাকা। এই সামান্য অর্থ সাহায্যের কথা বলে প্রধানমন্ত্রী পাঞ্জাবকে অপমান করেছেন।’

    জানা গিয়েছে, গুরুদাসপুরে হওয়া ওই বৈঠকে পাঞ্জাবের মুখ্যসচিব কে এ পি সিং জ বন্যায় প্রায় ১.৯১ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে জানান।

    প্রধানমন্ত্রী আসার আগেই সেই রাজ্যে সাহায্যের জন্য কেন্দ্রের কাছে ত্রাণের জন্য অন্তত ২০ হাজার কোটি টাকা দাবি করেছিল আম আদমি পার্টির সরকার।

    সেই সঙ্গেই বন্যা মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

  • Link to this news (এই সময়)