বারুইপুর থানার পুলিশের জালে দুই দুষ্কৃতী। ব্যবসায়ীর থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত। উদ্ধার করা হয়েছে ৯ লক্ষ নগদ টাকা। গত ৪ সেপ্টেম্বর ঘটেছিল এই ছিনতাইয়ের ঘটনা।
রিজেন্ট পার্ক গণধর্ষণকাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত। বর্ধমান থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় চন্দন মল্লিককে।
নেপালের অশান্তির জেরে আপাতত ভারত থেকে নতুন করে কাউকেই সেখানে যেতে দেওয়া হচ্ছে না। ফলে ঘুরতে যাওয়ার প্ল্যান বাতিল করে পর্যটকরা সীমান্ত থেকেই ফিরে আসছেন। নেপালে থাকা ভারতীয়দের জন্যেও বিশেষ অ্যাডভাইজ়ারি জারি করেছে বিদেশ মন্ত্রক। সেই দেশে থাকা ভারতীয়দের আপাতত ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বাণিজ্য নিয়ে আলোচনার জন্য ভারতের সঙ্গে আলোচনার টেবিলে আসতে প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট। এই বার্তা পেতেই জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি বলেন, ‘ভারত এবং আমেরিকা ঘনিষ্ঠ বন্ধু। দুই দেশই সহাবস্থানে বিশ্বাসী। আমি আত্মবিশ্বাসী যে আমাদের বাণিজ্য আলোচনা ভারত-মার্কিন সম্পর্কের পথ আরও প্রশস্ত করবে। যত দ্রুত সম্ভব এই আলোচনা শেষ করা যায়, তার জন্য আমাদের দল কাজ করছে।’
মঙ্গলে দিনভর কাঠমান্ডু জুড়ে চলেছে বিক্ষোভকারীদের তাণ্ডব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো ও বিভিন্ন ফুটেজ দেখে লুটপাটের অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করেছে নেপালের সেনা।
মঙ্গলের সকাল থেকে কাঠমান্ডু ও তাঁর সংলগ্ন অঞ্চল উত্তাল ছিল ওলি সরকার বিরোধী বিক্ষোভে। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উন্মত্ত জনতা আগুন ধরিয়ে দেয় একের পর এক মন্ত্রীর বাড়িতে। হামলা চালানো হয় রাষ্ট্রপতি থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে। রাজপথের দখল নেয় বিক্ষুব্ধ জনতা। সেই দৃশ্যের বিপরীত দৃশ্য আজ দেখা গেল কাঠমান্ডুর রাস্তায়। ওলি সরকার বিদায় নিতেই শান্ত কাঠমান্ডু। তবে এখনও জারি রয়েছে কার্ফু।
ভাঙড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণ বাইক আরোহীর। জখম হয়েছেন আরও দুই জন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। মঙ্গলবার গভীর রাতে পোলেরহাট থানার নাটাপুকুরের কাছে ঘটে এই মর্মান্তিক ঘটনা।