পুজোর মাসেও বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে, এমনটাই জানিয়েছে আবাহাওয়া অফিস। আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় হতে পারে, এমনই পূর্বাভাস দিল মৌসম ভবন। মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে অনেকটাই নেমে ওডিশার দক্ষিণ অংশে অবস্থান করছে। তবে সেই অক্ষরেখা খানিকটা উত্তর দিকে উঠে এসে দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করতে পারে। আর তাতেই ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।
বৃষ্টি বেশি হলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ফের বাড়তে পারে আনাজের দাম। পাশাপাশি পুজোর মুখেই ফের বৃষ্টি হলে ভোগান্তি বাড়বে উদ্যোক্তা এবং মৃৎশিল্পীদেরও।
বুধবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গে তীব্র গরম থাকবে। সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে।
বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার ও শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। টানা বৃষ্টির প্রভাবে প্রবল গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির হাত থেকে কিছুটা রেহাই পাবেন দক্ষিণবঙ্গবাসী। তবে উইকএন্ডে আবার কমবে বৃষ্টির পরিমাণ। শনিবার থেকে বাড়বে তাপমাত্রাও। এর ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গে আজ বুধবার রাত পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার অতিভারী বৃষ্টির সতর্কতা জারি আলিপুরদুয়ার জেলাতে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি জারি থাকবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি-সহ পাহাড়ের পাঁচ জেলায়। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের সব জেলাতেই।