• খাবার কেমন জিজ্ঞেস করতে খাইয়ে দিলেন ওয়েটারকে! ব্যতিক্রমী ফিডব্যাকে উত্তাল নেটপাড়া ...
    আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: একটি অদ্ভুত ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। মজার রীতিতে রেস্তোরাঁয় একজনকে প্রতিক্রিয়া জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে। প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়৷ ভিডিওটিতে দেখা গিয়েছে, একজন ওয়েটার এক মহিলা ক্রেতার টেবিলে এসে তাঁর খাবারের বিষয়ে মতামত জানতে চান। তবে, মহিলা কোনও কথা না বলে তাঁকে ইশারায় কাছে ডাকেন, নিজের কাঁটাচামচ দিয়ে এক চামচ খাবার তুলে ওয়েটারকে খাইয়ে দেন। এই ভিডিও ঘিরে সম্প্রতি নেটপাড়া উত্তাল৷ 

    ভিডিওতে দেখা যায়, ওয়েটারটি চিবোতে চিবোতে খাবারের স্বাদ কেমন তা বলার চেষ্টা করছেন। তখন যুবতী ভ্রু তুলে জিজ্ঞাসার ভঙ্গিতে তাকান, যেন বলছেন 'বোঝা গেল?' এরপর ওয়েটার খাবারের প্রশংসা করে মাথা নাড়ান। তখন ওই যুবতীর মুখে ফুটে ওঠে এক আত্মবিশ্বাসী হাসি। এহেন ব্যতিক্রমধর্মী ফিডব্যাক দেওয়ার স্টাইল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে।

    ভিডিওটি ইতিমধ্যেই বহু পেজে শেয়ার করা হয়েছে এবং শুধু একটি ইনস্টাগ্রাম পেজেই এটি প্রায় ১,২০,০০০ লাইক পেয়েছে। শত শত মানুষ কমেন্ট করে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তথ্য অনুযায়ী, ভিডিওটি দুই সপ্তাহ আগে একটি ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা হলেও এখনও নেটিজেনদের মধ্যে জনপ্রিয়তা ধরে রেখেছে এবং ক্রমশ আরও বেশি মানুষ তা দেখছেন। পেজটি ভিডিওটির ক্যাপশনে মজার ছলে লিখেছে, 'ফিড+ ব্যাক= দ্যাটস হাউ ইউ গিভ ফিডব্যাক' (“Feed + back = that’s how you give feedback”)।

    একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'বেস্ট ফিডব্যাক! ইট ইওরসেল্ফ অ্যান্ড ডিসাইড' (“Best feedback, eat yourself and decide”) । অনেকেই হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ আবার মজা করে মন্তব্য করেছেন যে ওয়েটার আর কয়েকবার এমন ‘ফিডব্যাক’ পেলে তাঁর ডিনার শেষ হয়ে যাবে।

    তবে, সব প্রতিক্রিয়া এতটা সহজ ছিল না। কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন যে পুরো ভিডিওটি সাজানো এবং ওয়েটার ও ওই মহিলা দুজনই একই হোটেলের কর্মী।

    একজন লিখেছেন, 'শার্ট দেখেই বোঝা যাচ্ছে, দুজনই একই হোটেলের স্টাফ। সুন্দর অভিনয়।' আরেকজন মন্তব্য করে বলেছেন, 'যখন খাবার ভালো না লাগে, তখন এটাই হতে পারে সেরা ফিডব্যাক।'

    কেউ কেউ আবার রসিকতা করে লিখেছেন, 'ওয়েটার এখন বিলের অর্ধেকটা দেবে!' একজন লিখেছেন, 'এভাবে আরও কয়েকবার ফিডব্যাক দিলে তাঁর রাতের খাবার সারা হয়ে যাবে।'

    তবে, ভিডিওটি স্ক্রিপ্টেড হলেও অনেকেই এটিকে হালকা-ফুলকা বিনোদনের অংশ হিসেবেই গ্রহণ করেছেন এবং বলেছেন, এটি তাঁদের মুখে হাসি এনেছে। একজনের মন্তব্যে লেখা ছিল, 'বেস্ট ফিডব্যাক ইন হিস্ট্রি' (“Best feedback in History")। 

    প্রসঙ্গত ভিডিওটি যেমন মজার, তেমনই ব্যতিক্রমধর্মী- যা হয়তো ভবিষ্যতে আরও অনেক সৃজনশীল ‘ফিডব্যাক’-এর অনুপ্রেরণা হয়ে উঠবে।
  • Link to this news (আজকাল)