• চড়া রোদে অবস্থা কাহিল, বুধবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা?
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেপ্টেম্বরের মাঝামাঝিতে শহরে অস্বস্তি চরমে। চড়া রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা কলকাতাবাসীর। তবে বুধবার আশান্বিত হওয়ার সুযোগ থাকছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দুপুরের পর থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থেকে ক্রমশ ঘন মেঘাচ্ছন্ন হতে পারে। এর জেরে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আপাতত টানা বা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৯ ডিগ্রি বেশি।  অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি।উল্লেখ্য বিষয় হল, গত ২৪ ঘণ্টায় শহরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। সকাল ৬টা ৩০ মিনিট গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ শূন্য মিলিমিটার। এরমধ্যে চড়ছে আর্দ্রতাও।  বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘেমেনেমে অস্থির হতে হচ্ছে আমজনতাকে।
  • Link to this news (বর্তমান)