সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে দুই পুলিশকর্মীকে দেখা গিয়েছে বার নর্তকীদের সঙ্গে নাচতে! মধ্যপ্রদেশের দাতিয়ার ওই ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে উঠতেই সাসপেন্ড করা হয়েছে ওই পুলিশ কনস্টেবল ও এএসআইকে।
জানা যাচ্ছে, কনস্টেবল রাহুল বৌদ্ধ তাঁর জন্মদিন উপলক্ষে একটি বারে অনুষ্ঠানের আয়োজন করেন। তাঁর সঙ্গে ছিলেন ওই থানারই এএসআই সঞ্জীব গৌড়ও। দুই নর্তকীকে আমন্ত্রণ জানান তাঁরা। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, নাচতে নাচতে নর্তকীদের ঘনিষ্ঠ হচ্ছেন পুলিশকর্মীরা। এমনকী এক নর্তকীর ব্লাউজের ভিতরে টাকা ঢোকাতেও চেষ্টা করেন এএসআই। ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় বয়ে যায়।
গত ২ সেপ্টেম্বরের ওই ভিডিওর জেরে শেষপর্যন্ত সাসপেন্ড হতে হয়েছে দুই পুলিশকর্মীকে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁরা কাজে যোগ দিতে পারবেন না। পুলিশ সুপারিটেন্টেন্ড সুরজ ভার্মা জানিয়েছেন, পুলিশ বিভাগ তাদের কর্মীদের এমন ধরনের আচরণ বরদাস্ত করবে না। এর ফলে পুলিশের সামগ্রিক ভাবমূর্তিই খারাপ হচ্ছে। ওই দুই পুলিশকর্মীর বিরুদ্ধে তদন্ত চালানোর কথা বলে তিনি জানান, দু’জনের বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে। দেওয়া হবে কড়া শাস্তি।