• প্রতিস্থাপন মামলায় বক্তব্য তলব কোর্টের
    আনন্দবাজার | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • কিডনি প্রতিস্থাপন করার অনুমতি মামলায় কলকাতা হাই কোর্টে বিশেষজ্ঞ রিপোর্ট জমা দিল রাজ্য। তার পরিপ্রেক্ষিতে মামলাকারীর বক্তব্য তলব করেছেন বিচারপতি অমৃতা সিংহ। মঙ্গলবার তাঁর নির্দেশ, স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ বোর্ডের রিপোর্ট পাবেন মামলাকারী। তার ভিত্তিতে আগামী সোমবার, পরবর্তী শুনানিতে নিজের বক্তব্য পেশ করবেন মামলাকারীর আইনজীবী।

    প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের বাসিন্দা শেখ হাবিবুর রহমানের কিডনি প্রতিস্থাপন দরকার। কিন্তু সরকারি তালিকায় তাঁর নাম ২৬ নম্বরে। এই পরিস্থিতিতে হাবিবুরের স্ত্রী কোর্টে আর্জি জানিয়েছেন, মধ্যমগ্রামের এক বাসিন্দা কিডনি দিতে প্রস্তুত। সেই কিডনি প্রতিস্থাপনের অনুমতি দিক কোর্ট। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম এবং গোপা বিশ্বাস দাবি করেন, অঙ্গ প্রতিস্থাপনআইন অনুযায়ী, স্বাস্থ্য দফতরে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হয়েছিল। কোনও কারণ না দেখিয়েই সেই আর্জি বাতিল করা হয়েছে।

    রাজ্যের বক্তব্য, কিডনি দাতা এবং গ্রহীতার সম্পর্কের সন্তোষজনক ব্যাখ্যা পায়নি কমিটি। অঙ্গদানের ক্ষেত্রে কোনও দালাল বা আর্থিক লেনদেন হয়েছে কি না, তা নিয়েও সন্দিহান কমিটি। তাই আবেদন বাতিল করা হয়েছে। যদিও ফিরদৌসের যুক্তি, আইন অনুযায়ী দাতা ও গ্রহীতার মধ্যে সম্পর্ক থাকতেই হবে, এমন বিধি নেই। আর্থিক লেনদেন ছাড়াই স্বেচ্ছায় কিডনি দিচ্ছেন, এই মর্মে হলফনামাও দিয়েছেন দাতা।
  • Link to this news (আনন্দবাজার)