• পুকুরে পোশাক ধুতে গিয়ে ডুবে মৃত্যু বালিকার
    আনন্দবাজার | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • জলে ডুবে মৃত্যু হল এক বালিকার। পুলিশ জানিয়েছে, মৃতার নাম তিতলি বিশ্বাস (১০)। তদন্তকারীরা জানান, বেহালার সরশুনা থানা এলাকার রামনারায়ণ মুখার্জি লেনে বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত তিতলি। বাবা পেশায় রিকশাচালক, মা পরিচারিকার কাজ করেন। মঙ্গলবার সকালে দু’জনেই কাজে বেরিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, এ দিন সকাল ৯টা নাগাদ বাড়ির কাছে একটি পুকুরে পোশাক ধুতে গিয়েছিল তিতলি। স্থানীয়েরা জানান, পাথরের সিঁড়িতে কাপড় কাচছিল সে। তখনই কোনও ভাবে জলে পড়ে যায় তিতলি। পুকুরটি পাড় থেকেই অনেকটা গভীর বলে স্থানীয়েরা জানান।

    পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ১০টা নাগাদ তিতলির বাবা-মা বাড়ি ফিরে খোঁজাখুঁজি করেও মেয়েকে পাননি। পরে ওই পুকুরে তাঁদের বালতিটি পড়ে থাকতে দেখেন। পুকুরে তিতলির একটি চপ্পল ভেসে থাকতে দেখা যায়। খবর পেয়ে আসে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিছু ক্ষণের মধ্যেই তিতলির দেহ ভেসে ওঠে। তাকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, ওই দম্পতির বড় মেয়ে তিতলি স্থানীয় একটি প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
  • Link to this news (আনন্দবাজার)