• পড়ুয়াদের ট্যাবের টাকা হাতিয়ে ধৃত
    আনন্দবাজার | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • পড়ুয়াদের ট্যাবের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সোমবার এক অভিযুক্তকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতের নাম নাসির মহম্মদ। বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়ায়। অভিযুক্তকে কলকাতা থেকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার থানা। ধৃতকে মঙ্গলবার বারাসত আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

    গোয়েন্দারা জানিয়েছেন, নাসির তার পরিবারের ১৪ জন সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই পড়ুয়াদের ট্যাবের টাকা সরিয়েছিল। এ ছাড়াও, পড়ুয়াদের ট্যাবের টাকা সরানোর জন্য চক্রের মাথার নির্দেশে মিউল ব্যাঙ্ক অ্যাকাউন্ট জোগাড় করে দিয়েছিল অভিযুক্ত। চক্রের ওই মাথার খোঁজ শুরু করেছেন সিআইডির গোয়েন্দারা। এক তদন্তকারী অফিসার জানান, তদন্তে বেশ কয়েক জনের নাম উঠে এসেছে। নাসিরকে জেরা করে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

    সূত্রের খবর, গত বছর পুজোর পরে পড়ুয়াদের ট্যাবের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা সামনে আসে। ওই ঘটনায় বিভিন্ন জেলা এবং কলকাতা পুলিশ এলাকা মিলিয়ে মোট ১৬০টি মামলা রুজু হয়েছিল। রাজ্য এবং কলকাতা পুলিশ বিভিন্ন চক্রের ৫০ জন প্রতারককে গ্রেফতার করে। যার মধ্যে ছিল ওই প্রতারণা চক্রের এক পান্ডাও। যারা গ্রেফতার হয়েছে এই মামলায়, তাদের বেশির ভাগেরই বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়া এবং ইসলামপুরে। এরা মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদলে দিয়ে প্রতারণা করত। গোয়েন্দাদের দাবি, প্রতারকদের পাল্লায় পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ২২৯৮ জন পড়ুয়া। তাদের অবশ্য পরে ফের ট্যাব কেনার টাকা দেওয়া হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)