• গানেই ফিরে আসে সততা ও শিক্ষা
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • শৈল্পিক সততা, সহানুভূতিশীল সহযোগিতা, আনন্দ সহকারে শিক্ষালাভ এবং একসঙ্গে চলার প্রত্যয়— এটাই বাংলা সংস্কৃতির গর্ব ও ঐতিহ্য। সেই পথ ধরেই ৩১ অগস্ট, সাদার্ন অ্যাভিনিউ-এ ‘শীলভদ্র কক্ষ’তে আয়োজিত ‘আজি এ আনন্দ সন্ধ্যায়’ শিরোনামে শুরু হলো ‘প্রমা’র পথ চলা। পরিকল্পনা ও পরিচালনায় প্রবুদ্ধ রাহা।

    এক গভীর অনুভূতিবোধ একে অন্যের সহায়ক হবে বলে মতামত দিলেন গুণীজনরা। মূল ধারার প্রশিক্ষণে শিশুদের পাশাপাশি প্রবীণদেরও রবীন্দ্রসঙ্গীত শেখার একটি সুনির্দিষ্ট ও গঠনমূলক পথের খোঁজ দেবে। যেখানে শিক্ষায় সাঙ্গীতিক পারদর্শিতার সঙ্গে সামগ্রিক মানসিক বিকাশের সুন্দর মেলবন্ধন ঘটবে। সংস্থার নজরে রয়েছে ভিন্ন-ভিন্ন পরিকল্পনা ও তার বাস্তবায়ন।

    যেমন প্রথম ধাপে, শুধুমাত্র প্রবীণদের জন্য সুনির্দিষ্ট শিক্ষাক্রমের কাঠামো তৈরি করা। এ ছাড়াও দ্বিতীয় ধাপে রয়েছে, সঙ্গীতের নিরাময়গত বৈশিষ্ট্যকে কেন্দ্র করে প্রবীণদের মানসিক উদ্বেগ বা চাপ কমিয়ে তাঁদের মানসিক স্বাস্থ্যের উন্নতিসাধন। তৃতীয় পর্বটি খুবই গুরুত্বপূর্ণ।

    সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে শুধু গানে ও সুরে আবদ্ধ না রেখে তাঁদের জীবনের গল্প ও অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেওয়া। শেষে সঙ্গীতের মাধ্যমেই তাঁদের জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করা। প্রবুদ্ধ রাহা বলছিলেন, ‘এই প্রশিক্ষণে শিশুদের ও প্রাপ্তবয়স্কদের মননে ও যাপনে রবীন্দ্রগানকে করে তুলবে এক অপরিহার্য স্নেহছায়া।’

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সঙ্গীতশিল্পী বিভা সেনগুপ্ত ছাড়াও শ্রাবণী সেন, অলোক রায়চৌধুরী, ডা. সুবীর মুখোপাধ্যায়, সৌমিত্র সেনগুপ্ত প্রমুখ। গানেই বাড়ুক মনের দৃঢ়তা।
  • Link to this news (এই সময়)