ট্রাম্পের সুর নরম হতেই বিপুল বৃদ্ধি ঝিমিয়ে থাকা টেক্সটাইল সেক্টরের স্টকে
এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৫
শুল্ক নিয়ে রণংদেহি মেজাজ থেকে সরে এসে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে পোস্ট করেছেন তিনি। সেই পোস্টের উত্তরও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরই বুধবার দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির একাধিক স্টকের দাম বেড়েছে।
ভারত থেকে প্রচুর পরিমাণে পোশাক রপ্তানি করা হয় মার্কিন মুলুকে। ভারতে তৈরি যে পরিমাণ পোশাক রপ্তানি হয়, তার মধ্যে সবচেয়ে বেশি যায় আমেরিকায়। কিন্তু সম্প্রতি ভারতীয় পণ্যে ট্রাম্প প্রশাসনের চাপানো ৫০ শতাংশ ট্যারিফ কার্যকর হতেই পোশাক রপ্তানি ব্যাপক ধাক্কা খেয়েছে। চড়া হারের শুল্ক জারি থাকলে ভবিষ্যতে ভারতের টেক্সটাইল পণ্যের পরিসর সঙ্কুচিত হতে পারে মার্কিন বাজারে। এই আশঙ্কায় এক্সপোর্টের সঙ্গে জড়িত একাধিক টেক্সটাইল স্টকের দাম পড়ছিল। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা থেকে এই পরিস্থিতি বদলের ইঙ্গিত মিলেছে।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বাণিজ্য সংক্রান্ত জটিলতার অবসান ঘটাতে ভারত ও আমেরিকা আলোচনা জারি রাখবে। ‘ভালো বন্ধু’ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সামনের সপ্তাহে কথাও বলবেন বলেও জানিয়েছেন। মোদীও এর প্রেক্ষিতে ইতিবাচক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টকে। এর জেরেই দুই দেশের মধ্যে বাণিজ্য বৈরিতায় ইতি পড়ার ইঙ্গিত মিলেছে। এই আশাতেই দেশের টেক্সটাইল স্টকগুলির বৃদ্ধি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
সম্প্রতি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং জানিয়েছিলেন, আমেরিকার চাপানো শুল্কের ধাক্কা সামাল দিকে ভারত ৪০টি নতুন দেশে পোশাক রপ্তানির লক্ষ্য নিয়েছে। এ সংক্রান্ত আলোচনা জারি রয়েছে। এই ঘোষণাও টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অক্সিজ়েন জুগিয়েছে বলে মত বিশেষজ্ঞদের।