দাম এক লক্ষ ১০ হাজার টাকা, কলকাতায় নয়া রেকর্ড সোনার
বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার শহরে ১ লক্ষ ১০ হাজার টাকার সীমা স্পর্শ করল সোনার দর। তার জেরে নতুন রেকর্ড হল হলুদ ধাতুর। উৎসবের মরশুম শুরু হচ্ছে। তার আগে যেভাবে রকেট গতিতে উপর দিকে ছুটছে সোনার দর, তাতে দুশ্চিন্তা বাড়ছে ক্রেতা-বিক্রেতা উভয়েরই। চলতি বছরের শুরুতে সোনার দর ছিল ৭৭ হাজার ১৫০ টাকা। ন’মাসের মাথায় সেই দর প্রায় ৩৩ হাজার টাকা বেড়ে গিয়েছে। দামের এই ঊর্ধ্বগতি রীতিমতো চমকে দিয়েছে স্বর্ণশিল্প মহলকে।
ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়ার দর অনুযায়ী, মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দর যায় ১ লক্ষ ১০ হাজার টাকা। সোমবারই সেই দর ছিল ১ লক্ষ ৮ হাজার ৬৫০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট বিশুদ্ধতার গয়না তৈরির সোনার ১০ গ্রামের দামও নয়া রেকর্ড করে মঙ্গলবার। যেখানে সোমবার তার দর ছিল ১ লক্ষ ৩ হাজার ৩০০ টাকা, তা মঙ্গলবার পৌঁছায় ১ লক্ষ ৪ হাজার ৫৩০ টাকায়। রাজধানী দিল্লিতে এদিন চমকে দিয়েছে সোনার বাজার। এদিন একদিনের তফাতে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর এক ধাক্কায় ৫ হাজার ৮০ টাকা বেড়ে পৌঁছে যায় ১ লক্ষ ১২ হাজার ৭৫০ টাকায়। সব দরের সঙ্গেই যোগ হবে ৩ শতাংশ হারে জিএসটি। ফলে দাম যে আরও অনেকটা বাড়বে, সেই বিষয়ে সন্দেহ নেই।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে কোনও কারণ সামনে না-আসা সত্ত্বেও বিশ্বজুড়ে ক্রমশ বেড়ে চলেছে সোনার দর। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বিরতির মতো কোনও পরিস্থিতি তৈরি না-হওয়ার মতো সমস্যার সঙ্গেই আমেরিকার শুল্ক নীতি সোনার দরকে এমনিতেই চড়িয়ে রেখেছে। এদিকে কারও মতে, আমেরিকার কাজের বাজার সংক্রান্ত রিপোর্ট কিছুটা হতাশাজনক হওয়ায়, তা লগ্নির বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এরই মধ্যে অনুমান করা হচ্ছে, সুদের হার কমাতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারাল রিজার্ভ। তার দিকেও তাকিয়ে বিনিয়োগকারীরা। সব মিলিয়ে এই টালমাটাল অবস্থায় তুলনামূলক কম ঝুঁকির লগ্নি হিসেবে স্বল্পমেয়াদে সোনায় লগ্নির বহর বাড়ছে। তা ঠেলে তুলছে সোনার দরকে, বলছেন বিশেষজ্ঞরা। চড়ছে রুপোও। মঙ্গলবার রুপোর দরও রেকর্ড গড়েছে। কেজি পিছু খুচরো রুপোর দাম ছিল ১ লক্ষ ২৫ হাজার ৬৫০ টাকা।