• বাংলায় স্বনির্ভর গোষ্ঠীর ঋণ শোধের হার বেশি: মন্ত্রী
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এরাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যে ঋণ নেয়, তার পরিশোধ না-করার হার মাত্র ১.২৫ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ টাকা ঋণ দিলে ব্যাংকের কাছে অনাদায়ী বা অনুৎপাদক সম্পদ (এনপিএ) হিসেবে বিবেচিত হয় মাত্র ১ টাকা ২৫ পয়সা। মঙ্গলবার বণিকসভা বিএনসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে এমনই দাবি করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। মন্ত্রী বলেন, কৃষি, ছোটোশিল্পের মতো যে ক্ষেত্রগুলিতে সবচেয়ে বেশি ঋণ দেওয়ার (প্রায়োরিটি সেক্টর) নিদান রয়েছে, সেগুলির মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর ঋণ পরিশোধের হার সবচেয়ে বেশি। তাঁর দাবি, রাজ্যে মোট ১ কোটি ২৪ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত, যা দেশের মধ্যে সেরা। ২০২৪-২৫ অর্থবর্ষে দেশে বাংলার স্বনির্ভর গোষ্ঠী পিছু ঋণ প্রদানের গড় অঙ্ক ছিল দু’লক্ষ টাকা। তা ২ লক্ষ ৩০ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবার, জানিয়েছেন প্রদীপবাবু। তিনি দাবি করেন, বাংলা থেকে ৪৮ জন মহিলা স্বনির্ভরগোষ্ঠী মারফত উদ্যোগ শুরু করে কোটিপতি হয়েছেন।
  • Link to this news (বর্তমান)