'খেয়ে নাও, নয়তো মা বকবে', গণেশের মূর্তিকে বকুনি খুদের! ভগবানের সঙ্গে শিশুর কথোপকথন দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা
আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গণেশ চতুর্থী পেরিয়ে গেলেও, তার রেশ এখনও কাটেনি। উৎসবের আবহে কে কীভাবে মেতে উঠেছিলেন, সেসবের ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কিছু ভিডিও জোর চর্চাও চলছে এখন। এর মাঝেই এক খুদের গণেশের সঙ্গে কথোপকথনের ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যা দেখে তাজ্জব বনে গেছেন সকলে।
সম্প্রতি সেই ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক খুদে গণেশ ঠাকুরকে বকাবকি করছে। বকা দিতে দিতে বলছে, গণেশ যে তাড়াতাড়ি খাবার খেয়ে নেয়। নয়তো তার মা এসে আরও বকা দিতে পারেন। ভিডিওটিতে শোনা গেছে, গণেশের মূর্তির দিকে তাকিয়ে ওই খুদে বলছে, 'তাড়াতাড়ি খেয়ে নাও। নয়তো আমাদের দুজনকেই মারবে মা।'
গণেশের মূর্তির সঙ্গে খুদের কথোপকথন শুনেই ছুটে আসেন তার মা। এসেই বলেন, 'এভাবে ভগবানের সঙ্গে কেউ কথা বলে!' মায়ের বকা শুনে গলার স্বর নামিয়ে, আবারও গণেশের মূর্তির দিকে তাকিয়ে কথা বলা শুরু করে সে। এরপর গণেশকে উদ্দেশ করে বলে, 'তাড়াতাড়ি টমেটো খেয়ে নাও। খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। তাহলেই আর কোনও চিন্তা নেই।'
গণেশ মূর্তির সঙ্গে খুদের কথোপকথনের এই মিষ্টি ভিডিও দেখেই মজার মজার কমেন্ট করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'গণেশ যেন খুদের প্রিয় বন্ধু।' আবার একজন, 'এভাবে বললে ভগবান না খেয়ে পার পাবে না।' কেউ একজন লিখেছেন, 'নিশ্চয়ই টমেটো না খাওয়ার জন্য বকা শুনতে হয়। তাই ভাগবানকেই টমেটো খেয়ে শেষ করতে বলছে!'
ভিডিওটি ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ দেখেছেন। কয়েক হাজার লাইক রয়েছে তাতে। মজার কমেন্টে ভরে গেছে পোস্টটি। গণেশ চতুর্থীতে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে এক খুদেকে গণেশ মূর্তি চুরি করতে দেখা গেছে। গণেশ মূর্তি পুতুল ভেবে সিংহাসন থেকে মূর্তিটি চুরি করে নিয়ে যায় ওই খুদে। তার কীর্তি দেখেও হেসে লুটোপুটি খান নেটিজেনরা।
প্রসঙ্গত, দুর্গাপুজোর আগে গণেশ চতুর্থীতে মেতে ওঠে দেশ। মূলত মহারাষ্ট্রে গণেশ চতুর্থী বাংলার দুর্গাপুজোর মতোই বিরাট এক উৎসব। জাঁকজমকপূর্ণ এই উৎসবে মেতে ওঠেন মহারাষ্ট্রের বাসিন্দারা। এখন বাংলাতেও গণপতির আরাধনা চোখে পড়ার মতো।
চতুর্থী গণেশের জন্মতিথি হিসাবে পালিত হয়। শাস্ত্র মতে যে কোনও শুভ কাজ শুরু করার আগে গণেশের পুজো করা দরকর। গণেশকে ভোগ দিয়ে সন্তুষ্ট করে তবেই শুভ কাজ শুরু করেন এমন অনেকেই আছেন। শিব ও পার্বতীর ছোট পুত্র গণেশ মঙ্গলমূর্তি, গজানন, গণপতি নানা নামে পরিচিত। দুর্গাপুজোর শুরুতেই যে কারণে কলা বৌ স্নান করানো হয়।
এছাড়াও আমাদের দেশে অনেক গণেশ মন্দির রয়েছে। বলা হয়, গণেশকে দর্শন করলেই সকলের মনের ইচ্ছে পূরণ হয়। শাস্ত্র অনুসারে, ভগবান গণেশ সমস্ত ধরনের বাধা দূর করে থাকেন। শুধু পুজো নয়, গণেশ চতুর্থীতে সারা দিন বেশ কিছু নিয়ম মেনে চললে জীবনে আসে সুখ সম্বৃদ্ধি। সহজেই উন্নতি সাফল্যের শিখরে পৌঁছতে পারা যায়।