ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ীদের হেনস্থা ও অত্যাচার, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে হস্তক্ষেপ চাইলেন অধীর...
আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৫
আবু হায়াত বিশ্বাস, ১০ সেপ্টেম্বর: ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে সোচ্চার হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি। বহরমপুরের প্রাক্তন সাংসদ বুধবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন। রাজ্যে রাজ্যে বাঙালিদের হেনস্থা ও বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশি’ তকমা সাঁটিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রাষ্ট্রপতির হাতে ২ পাতার স্মারকলিপি তুলে দেন অধীর চৌধুরি। দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রায় ৪০ মিনিটের বৈঠক হয় বুধবার। অধীর জানিয়েছেন, পরিযায়ীদের হেনস্থা নিয়ে তাঁর বক্তব্য শোনার পর তাঁকে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি। অধীর বুধবার রাষ্ট্রপতিকে জানিয়েছেন, তিনি হরিয়ানার পানিপথে গিয়ে হেনস্থার শিকার হওয়া বাঙালি শ্রমিকদের সঙ্গে দেখাও করেছেন। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উদ্বেগের বিষয়টি তুলে ধরেন তিনি। বাইরের রাজ্যে বাঙালি পরিযায়ীদের কাজ করার স্বাধীনতা, নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানান। রাজ্য রাজ্যে এই বিষয়টি নিয়ে কথা বলা উচিত বলে মনে করেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। অধীর জানিয়েছেন, শিগগিরই বাংলার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এবিষয়ে কথা বলবেন।
রাষ্ট্রপতির কাছে পেশ করা স্মারকলিপিতে অধীর জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রমাগত এমন অভিযোগ উঠে আসছে যে পশ্চিমবঙ্গের হাজার হাজার শ্রমিক, যারা দিনমজুরির কাজ করে জীবিকা নির্বাহ করছেন, তাঁদের শারীরিক চেহারা, ভাষা ও খাদ্যাভ্যাসকে অজুহাত করে বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে। ফলে তাঁদের আটক, মারধর, এমনকি কিছু ক্ষেত্রে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর ঘটনাও ঘটছে। তিনি জানিয়েছেন, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, দিল্লি, রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। তাঁরা সংশ্লিষ্ট রাজ্যের অর্থনীতি ও রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বারবার ‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী’ তকমা দেওয়া হচ্ছে। এবং তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। পুলিশি হেনস্থা বহু শ্রমিককে আতঙ্কে তাদের কর্মস্থল ছেড়ে পালাতে বাধ্য হতে হচ্ছে। অধীর চৌধুরি দাবি করেছেন, ভারতীয় সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি নাগরিকের যেকোনও রাজ্যে বসবাস ও জীবিকা নির্বাহ করার অধিকার রয়েছে, যা লঙ্ঘিত হচ্ছে। অবিলম্বে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর দমনপীড়ন বন্ধ করার জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছেন অধীর।
এটা ঘটনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই বিষয়ে একাধিকবার সোচ্চার হয়েছেন। পথেও নেমেছেন তিনি। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলও করেছেন মমতা ও অভিষেক।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের একাংশকে হেনস্থা ও অত্যাচারের ঘটনার অভিযোগ উঠেছে। যা নিয়ে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এই তালিকায় রয়েছে, ওড়িশা, দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়ের মতো রাজ্য। সাম্প্রতিক অতীতেও অভিযোগ উঠে এসেছে বিজেপি শাসিত রাজ্য বাংলায় কথা বললে বাংলদেশি তকমা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আগেই পথে নেমেছেন মমতা। এবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন অধীর।