• হাতে আর কয়েক মিনিট বাকি, হেলিকপ্টারে চেপে পরীক্ষা দিতে গেলেন ৪ পরীক্ষার্থী! আসল কারণ জানলে চমকে উঠবেন ...
    আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভরা বর্ষায় প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশী। পরপর মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ হড়পা বান। তার জেরে ঘরছাড়া শ'য়ে শ'য়ে স্থানীয় বাসিন্দা। হড়পা বানে কারও ভেসে গেছে বাড়ি, কারও প্রিয়জন, কোথাও আবার গোটা পরিবারের সদস্যদের খোঁজ নেই। পাশাপাশি শতাধিক রাস্তার বেহাল দশা। কোনও কোনও রাস্তায় ধসের কারণে পুরোপুরি যান চলাচল বন্ধ। 

    উত্তরাখণ্ডের এই পরিস্থিতিতে একাধিক পরীক্ষার্থী হেলিকপ্টার করে পৌঁছলেন পরীক্ষা কেন্দ্রে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চার পরীক্ষার্থী বিএড -এর ছাত্র। তাঁরা আদতে রাজস্থানের বাসিন্দা। পরীক্ষার ফাইনাল সেমিস্টারের সিট পড়েছিল উত্তরাখণ্ডের মুন্সিয়ারিতে‌। কিন্তু পরীক্ষা কেন্দ্র যেখানে ছিল, সেই রাস্তায় কোনও ট্যাক্সি চালক যেতে রাজি হননি। 

    নিরুপায় হয়েই শেষমেশ চারজন পরীক্ষার্থী মিলে একটি হেলিকপ্টার ভাড়া করেন। চারজন পরীক্ষার্থী উত্তরাখণ্ড ওপেন ইউনিভার্সিটির বিএড -এর ছাত্র। গত ৩ সেপ্টেম্বর আর এস তোলিয়া পিজি কলেজে তাঁদের পরীক্ষার সিট পড়েছিল। খানিকটা রাস্তা গাড়িতে যাওয়ার পরেই টের পান, পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছনোর জন্য বাকি রাস্তা তাঁরা আর গাড়িতে যেতে পারবেন না। 

    তড়িঘড়ি করে হেলিকপ্টারের ব্যবস্থা করেন‌। কর্তৃপক্ষকে জানান, এই পরীক্ষা না দিলে তাঁদের এক বছর নষ্ট। ২৮০ কিলোমিটার পথের জন্য এক একজন পড়ুয়া দশ হাজার টাকা খরচ করে হেলিকপ্টার ভাড়া করেন‌। মাত্র ৩০ মিনিটের মধ্যে তাঁরা পৌঁছে যান পরীক্ষা কেন্দ্রে। জানা গেছে, তাঁরা প্রত্যেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এর পাশাপাশি বিএড পরীক্ষা দিচ্ছেন। 

    প্রসঙ্গত, চলতি বছরে ফেব্রুয়ারি মাসে এক পরীক্ষার্থীকে প্যারাগ্লাইডিং করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেখা গিয়েছিল। হাতে মাত্র ১৫ মিনিট। তার মধ্যেই পৌঁছতে হবে পরীক্ষা কেন্দ্রে। কলেজে সময়মতো পৌঁছতে প্যারাগ্লাইডিংয়েই ভরসা করলেন পড়ুয়া। গাড়ি, বাস, অটো নয়, আকাশে উড়ে উড়ে সময়ের মধ্যে পৌঁছে গেলেন কলেজে। পরীক্ষাও দিলেন। কলেজ পড়ুয়ার এমন কীর্তিতে হতবাক সকলে। ভূয়সী প্রশংসাও করেছেন নেটিজেনরা। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাতারা জেলায়। সমর্থ মহানগাদে নামের কলেজ পড়ুয়া ওয়াই তালুকের পাসরানি গ্রামের বাসিন্দা। সম্প্রতি রাস্তার যানজট এড়াতে প্যারাগ্লাইডিং করে কলেজে পরীক্ষা দিতে যান তিনি। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জোর চর্চা শুরু। 

    জানা গেছে, পরীক্ষার দিন ব্যক্তিগত কাজে পঞ্চগনিতে গিয়েছিলেন সমর্থ। কাজের মাঝে খেয়াল হয়, পরীক্ষা শুরু হতে আর মাত্র ১৫ মিনিট বাকি। এদিকে ওয়াই-পঞ্চগনি সড়কের পাসরানি ঘাটের রাস্তায় ব্যাপক যানজট। ওই রাস্তা দিয়ে গেলে কোনও মতেই পরীক্ষাকেন্দ্রে সময়মতো পৌঁছনো যাবে না। তখনই গোবিন্দ ইয়েওয়ালের সঙ্গে তিনি যোগাযোগ করেন। গোবিন্দ অ্যাডভেঞ্চার স্পোর্টস বিশেষজ্ঞ হিসেবে বেশ জনপ্রিয় পঞ্চগনিতে। 

    গোবিন্দর সাহায্যে পিঠে ব্যাগ নিয়ে প্যারাগ্লাইডিং করে কলেজে পৌঁছে যান। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, পড়ুয়ার বুদ্ধির প্রশংসা করেছেন সকলে। কেউ কেউ আবার লিখেছেন, 'শেষমুহূর্তে তাড়াহুড়ো না করে, কাজ ফেলে আগেভাগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো উচিত ছিল।' 
  • Link to this news (আজকাল)