চলন্ত অটো থেকে ঝুলছেন মহিলা, বাঁচার জন্য সে কী আর্তনাদ! ভরা রাস্তায় শিউরে ওঠা দৃশ্য, আসল ঘটনা না জানলে পস্তাবেন ...
আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চলন্ত অটোতে সর্বস্ব চুরি। চুরির সময় এক মহিলার হাত, মুখ বেঁধে রেখেছিল চোরেরা। চুরির সময় মহিলাকে খুনের হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় হকচকিয়ে যান তিনি। এরপরই চলন্ত অটো থেকে পালানোর চেষ্টা করেন। চলন্ত অটো থেকে ওই মহিলাকে ঝুলতে দেখেন আশেপাশের লোকেরা। ভয়ঙ্কর দৃশ্যটি ধরা পড়েছে এক ভিডিওতে। যা ঘিরে এখন সোশ্যাল মিডিয়াতেও জোর চর্চা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানায়। জলন্ধর বাইপাসের কাছেই এক চলন্ত অটো থেকে এক মহিলাকে ঝুলতে দেখা গেছে। যে মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলার নাম মীনা কুমার। তিনি জলন্ধর বাইপাস থেকে একটি অটোতে ওঠেন। তাঁর গন্তব্য ছিল ফিল্লৌর। সেখান থেকে বাস ধরার কথা ছিল। মহিলা জানিয়েছেন, অটো চালক ছাড়াও সেখানে আরও দুজন ব্যক্তি ছিল। একজন সামনে অটো চালকের পাশেই বসেছিল। আরেকজন মহিলার পাশে বসেছিল।
জানা গেছে, অটো থেকে ওই মহিলার কিছু জিনিসপত্র চুরি করার উদ্দেশ্য ছিল তাদের। চোরদের পরিকল্পনা ছিল, চুরি করার পরেই চলন্ত অটো থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যাবেন। কিন্তু ভরা রাস্তায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়। চলন্ত অটো থেকে নেমে আর পালাতে পারেনি তারা।
মহিলা জানিয়েছেন, তিনি কিছুক্ষণ পর টের পান তিনি ছাড়া বাকি তিনজনেই আদতে চোর। অটো চালকের চুরির উদ্দেশ্য ছিল। জলন্ধর বাইপাসে পৌঁছতেই সামনের ওই ব্যক্তি অটো চালককে ধীরে চালাতে নির্দেশ দেন। এরপর চলন্ত অটোর মধ্যেই দুই ব্যক্তি ওই মহিলার হাত ও মুখ বেঁধে দেন। এরপর ধারালো অস্ত্র সামনে ধরে হুমকি দিতে শুরু করেন।
ততক্ষণে মহিলার ব্যাগ থেকে টাকা চুরি করা হয়ে গিয়েছিল। বিপদের আশঙ্কা পেয়েই কোনও মতে চলন্ত অটো থেকে পালানোর চেষ্টা করেন ওই মহিলা। এরপরই নিজের দেহটি বাইরে বের করে দেন। অটোর হ্যান্ডেল ধরে চলন্ত অটো থেকে ঝুলতে থাকেন তিনি। আশেপাশের কয়েকজন বাইক আরোহীকে সাহায্য করার জন্যেও আবেদন করেন। ওই রাস্তাতেই অটোর পিছনে থাকা এক গাড়ির মধ্যে থেকে একজন মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন।
কিছুক্ষণের মধ্যেই আশেপাশের গাড়িতে থাকা লোকেরা মহিলার বিপদ টের পান। সঙ্গে সঙ্গে অটোটিকে ঘিরে ধরে কয়েকটি গাড়ি। তড়িঘড়ি করে মহিলাকে উদ্ধার করা হয়। পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করেন তাঁরা। এর মধ্যে টাকা ভর্তি ব্যাগ নিয়ে একজন অটো থেকেই পালিয়ে যান। বাকি দুজনকে পুলিশের হাতে তুলে দেন পথচলতি মানুষেরা। মহিলাও থানায় অভিযোগ দায়ের করেছেন। আরও এক অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই একজন লিখেছেন, 'দিনের আলোয় ভয়ঙ্কর অভিজ্ঞতা হল মহিলার।' আরেকজন লিখেছেন, 'দিনের পর দিন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ওই রাস্তাতেই কোনও পুলিশ আটকাতে পারল না কেন!'