• পরীক্ষা আর দেওয়া হল না, পথেই সব শেষ! ২ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক পরিণতিতে থমথমে পরিবেশ মালদহে ...
    আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে একাধিক পরীক্ষার্থী। পরীক্ষা দিতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না। পথেই সব শেষ। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দুই ছাত্রের। মৃত দুই ছাত্রের নাম, তন্ময় প্রামাণিক ও মহম্মদ রেহান। দু'জনেরই বাড়ি পুখুরিয়া থানার শ্রীপুর বল্লভপুর এলাকায়। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারা দুজনেই সামসি এগ্রিল হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। বুধবার উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা ছিল। দুই বন্ধু বাইকে চেপে রতুয়া হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। কিন্তু মতিগঞ্জ পার হয়ে কিছুটা দূরে রতুয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান এদেরকে সরাসরি সজোরে ধাক্কা মারে। সজোরে ধাক্কার পরেই বাইক থেকে ছিটকে পড়ে দুই ছাত্র। 

    ঘটনাস্থলেই রাস্তার উপর ছিটকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাদের। দুই ছাত্রের অকাল মৃত্যুর সংবাদ শুনে সামসী গ্রামীণ হাসপাতালে ছুটে আসেন সামসী এগ্রিল হাই স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি উত্তীয় পান্ডে , উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত স্বপন সিংহ, পৃথ্বীশ কুন্ডু প্রমুখ। সকলেই শোকের ভেঙে পড়েন এই দুর্ঘটনার পর।

    মৃত দুই ছাত্রের দেহ সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে, তাদের দেখার জন্য মানুষের ঢল নামে। হাসপাতালে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।‌ মৃত দুই ছাত্র অত্যন্ত দরিদ্র পরিবারের। তন্ময়ের বাবা তপন প্রামাণিক একটা সেলুনের দোকান চালান। রেহানের বাবা পেশায় একজন কৃষক। দুই পড়ুয়ার মৃত্যুতে শোকের পাথর তাদের পরিবার। দুই ছাত্রের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে সামসি এগ্রিল হাই স্কুল সহ শ্রীপুর এলাকায়। 

    প্রসঙ্গত, চলতি বছরে ফেব্রুয়ারি মাসে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়েন একাধিক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার জঙ্গলপুর এলাকায়। আহত দুই পরীক্ষার্থী গুমা নজরুল বালিকা বিদ্যালয়ের ছাত্রী। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে মধ্যে তাদের পরীক্ষার ব্যবস্থা করেছে প্রশাসন। আবারও বাইক দুর্ঘটনার কবলে পড়লেও, অল্পের জন্য প্রাণে রক্ষা পায় তারা। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুমা নজরুল বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী একটি বাইকে করে পরীক্ষা দিতে যাচ্ছিল রাজিবপুর উচ্চ বিদ্যালয়ে। জঙ্গলপুর কাঠমিল এলাকায় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগে। এই ঘটনায় আহত হন দুই মাধ্যমিক পরীক্ষার্থী। গুরুতর আহত হন তাদের বাইক চালক। 

    তড়িঘড়ি স্থানীয়রা তাদের অশোকনগর সব্দালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে বাইক চালকের অবস্থার অবনতি হলে তাঁকে বারাসাত হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে হাসপাতালে আসে অশোকনগর থানার পুলিশ। প্রাথমিক চিকিৎসার পর দুই পরীক্ষার্থীর হাসপাতালের মধ্যে পরীক্ষার ব্যবস্থা করে তারা।
  • Link to this news (আজকাল)