বিশ্বকর্মা পুজোতেও ছুটি রাজ্যে, পরিযায়ী শ্রমিকদের সম্মানে উত্তরবঙ্গ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
আজকাল | ১০ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পরিযায়ী শ্রমিকদের নানা বিষয়ে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। সেই পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতে বড় ঘোষণা মমতার। বুধবার উত্তরবঙ্গে জলপাইগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে মমতার ঘোষণা এ বার থেকে বিশ্বকর্মা পুজোয় ছুটি থাকবে।
তিন দিনের এখন উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী৷ বুধবার তাঁর সফরের দ্বিতীয় দিন৷ এ দিন তিনি জলপাইগুড়িতে প্রশাসনিক সভা করেন৷ সেই সভার মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পুজোয় রাজ্য সরকারের তরফে ছুটি দেওয়ার ঘোষণা করেন৷ এদিন জলপাইগুড়িতে ৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলন্যাস করেন মমতা। আজকের এই অনুষ্ঠান থেকে ১.৫৫ লক্ষ মানুষ সরকারি পরিষেবা পাবেন। এ ছাড়াও এদিনের মঞ্চ থেকে ২০২৩ সালের হড়পা বানে যে ৯৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের হাতে জমির পাট্টা তুলে দেন মমতা।
তিনি বলেন, “২০১১ সাল থেকে, আমরা ৬.৫৬ লক্ষ পাট্টা দিয়েছি। এর মধ্যে ৩.১৭ লক্ষ গৃহপাট্টা, ১.৯৩ লক্ষ কৃষি পাট্টা, ৫৯,০০০ শরণার্থী পাট্টা, ৪৭,০০০ বনপাট্টা এবং ৩৯,০০০ চা বাগানের পাট্টা। ২৪ আগস্ট, আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে ৭,০০০ এরও বেশি পাট্টা বিতরণ করেছি। আজ, আমরা ১১,৬০০ পাট্টা দিচ্ছি।”
(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)