নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে পুলিসের হাতে পাকড়াও হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত চন্দন মল্লিক। মঙ্গলবার রাতে বর্ধমান স্টেশন থেকে তাকে পাকড়াও করে পুলিশ। যদিও ঘটনার সঙ্গে যুক্ত অপর এক অভিযুক্ত এখনও পলাতক।জানা গিয়েছে, টাকার টান পড়তেই অর্থ জোগাড়ের জন্য ফের রাজ্যে ফিরছিল চন্দন। বন্ধুদের থেকে টাকা নিয়ে ফের ভিনরাজ্যে গা ঢাকা দেওয়ার ছক ছিল তার।পুলিশ সূত্রে খবর, গণধর্ষণের পর দুই অভিযুক্ত বাঘাযতীন স্টেশনে আসে। এরপর লোকাল ট্রেন ধরে পৌঁছায় শিয়ালদহে। সেখান থেকে ট্রেন ধরে গুমা পৌঁছয় মাসির বাড়িতে। কিন্তু মাসি থাকতে দিতে রাজি না হওয়ায় গাড়ি ধরে পাড়ি দেয় ঝাড়খণ্ডে। এরইমধ্যে গণধর্ষণের বিষয়ে জলঘোলা হতেই ঝাড়খণ্ড ছেড়ে বেনারসে গিয়ে লুকিয়ে পড়েছিল দুই অভিযুক্ত।
প্রাথমিক ভাবে পুলিশ জানাচ্ছে, বেনারসে থাকতে গিয়ে টাকা ফুরিয়ে যাওয়ায় বন্ধুদের ফোন করে অভিযুক্তরা। পরিকল্পনা হয় রাজ্যে এসে টাকা নেবে তারা। এই ফোনকলের সূত্র ধরেই পুলিশ জানতে পারে বর্ধমানে এসে টাকা নেবে চন্দন। সেই মতো মঙ্গলবার রাতে সে বর্ধমানে নামতেই তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, চন্দনের সঙ্গেই রাজ্যে ফিরেছে অপর অভিযুক্তও। কিন্তু সে শান্তিনিকেতনে নেমে গিয়েছিল। বর্তমানে তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।